ভারতের রিজার্ভ ব্যাংকে গ্রুপ-B কর্মী নিয়োগ, ৫৫ হাজার ২০০ টাকা মাসিক বেতন

ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) এর তরফ থেকে 2022 সালের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ-B এর বিভিন্ন পদে নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলেই পশ্চিমবঙ্গের প্রার্থীরাও আবেদন করতে পারবে। 

এই নিয়োগের ক্ষেত্রে এমন অনেক বিষয় আছে যা আবেদন করার আগে অবশ্যই জেনে নেওয়া দরকার। যেমন- কোন কোন গ্রুপ-B পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কত দেওয়া হবে, শুন্যপদ কয়টি আছে এবং কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়, যা এইবার আমরা পরপর জানবো। 

RBI Group B Recruitment

RBI Group B Recruitment 2022

নোটিশ নম্বরঃ  2A /2021-22

নিয়োগের তথ্য (Recruitment Details)

(1) পদের নাম- Officers in Grade ‘B’(DR)- General

শিক্ষাগত যোগ্যতা- 60% নম্বর সহ যেকোনো বিভাগে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। ST, SC দের ক্ষেত্রে 50% নম্বর পেলে তারা আবেদন করতে পারবে। 

শুন্যপদ- 238 টি (UR-109, SC-32, ST-15, OBC-59, EWS-23) 

(2) পদের নাম- Officers in Grade ‘B’(DR)- DEPR

শিক্ষাগত যোগ্যতা- ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি অথবা ফাইনান্সে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। 

শুন্যপদ- 31 টি (UR-11, SC-4, ST-5, OBC-8, EWS-3) 

(3) পদের নাম- Officers in Grade ‘B’(DR)- DSIM

শিক্ষাগত যোগ্যতা- Statistics/ Mathematical Statistics/ Mathematical Economics/ Econometrics/ Statistics & Informatics/ Applied Statistics & Informatics- এই বিষয় গুলির মধ্যে যেকোনো একটিতে 55% নম্বর সহ (সমস্ত সেমিস্টারে) মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। 

শুন্যপদ- 25 টি (UR-7, SC-7, ST-5, OBC-4, EWS-2) 

বেতনঃ  উপরের প্রতিটি পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 55,200 টাকা। পরে বেতন বাড়বে। 

বয়সসীমাঃ  প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদন করার জন্য বয়স হতে হবে 21-30 বছর। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। 

নিয়োগ প্রক্রিয়াঃ  অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

অনলাইন পরীক্ষা পদ্ধতিঃ

দুটি Phase এ পরীক্ষা হবে-

  • Phase I- পেপার-I (অনলাইন পরীক্ষা)
  • Phase II- পেপার-II, পেপার-III (অনলাইন লিখিত পরীক্ষা)

পরীক্ষার তারিখঃ

(1) Officers in Grade ‘B’(DR)- General- এই পদের জন্য Phase-I পরীক্ষা হবে 28 মে 2022 তারিখে এবং Phase II পরীক্ষা হবে 25 জুন 2022 তারিখে। 

(2) Officers in Grade ‘B’(DR)- DEPR এবংOfficers in Grade ‘B’(DR)- DSIM- এই দুটি পদের জন্য Phase-I পরীক্ষা হবে 2 জুলাই 2022 তারিখে এবং Phase II পরীক্ষা হবে 6 আগস্ট 2022 তারিখে। 

পরীক্ষার সেন্টারঃ

সারা ভারতের বিভিন্ন জায়গায় এই চাকরির পরীক্ষার সেন্টার রয়েছে। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার সেন্টার গুলি জানানো হল- 

  • Phase I- আসানসোল, কোলকাতা, গ্রেটার কোলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি।
  • Phase II- কোলকাতা। 

আবেদন পদ্ধতিঃ

রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (www.rbi.org.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিংক নিচে দেওয়া রয়েছে। ঐ লিংকে ক্লিক করলে আপনি সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদন করার সময় প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর অনলাইনে ফর্ম ফিল আপ করে শেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। 

আবেদন ফিঃ

(1) SC/ST/PwBD শ্রেনিদের আবেদন ফি লাগবে- 100 টাকা 

(2) GEN/OBC/EWSs শ্রেনিদের আবেদন ফি লাগবে- 850 টাকা

আবেদনের শেষ তারিখঃ  18 এপ্রিল 2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

Previous articleআইএএস (IAS) অফিসার কিভাবে হওয়া যায়? IAS অফিসারদের বেতন, যোগ্যতা, পরীক্ষা
Next articleআইপিএস (IPS) অফিসার কিভাবে হওয়া যায় | IPS অফিসারের বেতন, কাজ, যোগ্যতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here