গুগল ইন্টার্নশিপ (Google Internship) 2022- প্রতি মাসে 60 হাজার টাকা স্টাইপেন্ড | (Apply! For 2023 and 2024 Batch)

Google Internship 2022
WhatsApp Group Join Now

বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন আইটি কোম্পানি গুগলে ইন্টার্নশিপ করার দারুন সুযোগ। সম্প্রতি গুগল এর তরফ থেকে 2023 এবং 2024 এর ব্যাচের জন্য ইন্টার্নশিপ (Google Internship 2022) এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 

ফ্রেশাররাও তাদের যোগ্যতার ভিত্তিতে গুগলের মতো আইটি কোম্পানিতে ইন্টার্নশিপ করতে পারবে। ইন্টার্নশিপ শেষে থাকছে ঝা চকচকে কেরিয়ারের সুযোগ। তাই আপনিও যদি গুগলে ইন্টার্নশিপ করতে চান তাহলে আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন। 

Google Internship For 2023 and 2024 Batch

ইন্টার্নশিপের নামঃ  গুগল ইন্টার্নশিপ ২০২২ (Google Internship 2022) 

জব লোকেশনঃ  ভারত (All Across India)

গুগল ইন্টার্নশিপ স্টাইপেন্ড/বেতন (Google Internship Stipend)  

গুগল ইন্টার্নশিপের জন্য প্রতি মাসে প্রায় 60 হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

গুগল ইন্টার্নশিপ এর জন্য যোগ্যতা (Google Internship Qualification)

(1) বর্তমানে কম্পিউটার সায়েন্স বা এই জাতীয় টেকনিক্যাল ফিল্ডে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি অথবা PhD করতে হবে। 

(2) সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর জন্য এক একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে।

(3) ইংরেজি ভাষায় ভালোভাবে কথা বলতে এবং লিখতে পারতে হবে।

গুগল ইন্টার্নশিপ নিয়োগ প্রক্রিয়া (Google Internship Recruitment Process) 

দুটি প্রক্রিয়ার মাধ্যমে গুগল ইন্টার্নশিপ (Google Internship) এর জন্য প্রার্থীদের বাছাই করা হবে, এগুলি হলো- 

(1) অফলাইন টেস্ট- Offline Test

(2) ইন্টারভিউ- Interview

গুগল ইন্টার্নশিপ আবেদন প্রক্রিয়া (Google Internship Application Process)

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে গুগল ইন্টার্নশিপের জন্য আবেদন করতে হবে। আবেদন করার অফিসিয়াল লিংক নিচে দেওয়া হয়েছে।

2023 এবং 2024 এর ব্যাচের জন্য আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে। তাই নিচে 2023 এবং 2024 এর ব্যাচের আবেদন করার লিংকও আলাদা আলাদা করে দেওয়া হয়েছে।

গুগল ইন্টার্নশিপ আবেদন করার লিংক (Google Internship 2022 Application)

2023 এর ব্যাচের জন্য- Apply Now

WhatsApp Group Join Now

2024 এর ব্যাচের জন্য- Apply Now

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

চাকরির আরো আপডেট-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here