CBI কিভাবে হওয়া যায়? সিবিআই (CBI) অফিসারের কাজ, মাসিক বেতন | How to Become CBI in Bengali

how to become CBI in Bengali

সিবিআই (CBI) অফিসার কিভাবে হওয়া যায়? সিবিআই অফিসার এর কাজ কি? সিবিআই অফিসারের বেতন কতো, CBI এর সম্পূর্ণ নাম (Full Form) ইত্যাদি বিষয় সম্পর্কে আজকেরcbi-details-in-bengali এই আর্টিকেলে জানানো হবে।

আমরা টিভিতে প্রায়ই CBI কথাটা শুনে থাকি। এটা আমরা বুঝতে পারি যে CBI একটি অফিসার Rank। কিন্তু আমরা অনেকেই CBI কি? এর সম্পূর্ন নাম কি? তা সঠিক জানিনা। 

CBI Officer All Details in Bengali 

আপনিও যদি এগুলি জানতে চান, সেইসঙ্গে CBI কিভাবে হতে হয় তাও জানতে চান তাহলে শেষ পর্যন্ত লেখাটি পড়ুন। আশা করছি সবকিছু জেনে যাবেন। 

CBI কি? (What is CBI) 

সিবিআই (CBI) হচ্ছে ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা। যেটি দেশের বিভিন্ন বড়ো বড়ো অপরাধের তদন্ত করে থাকে। 

টিভিতে বিভিন্ন নিউজ চ্যানেলে আপনি দেখতে পাবেন নাম করা নেতাদের অপরাধের কেস গুলি CBI অফিসারদের মাধ্যমে তদন্ত করানো হচ্ছে।   

CBI এর সম্পূর্ন নাম (CBI Full Form in Bengali) 

CBI কথার সম্পুর্ন নাম বা Full Form হলো- Central Bureau of Investigation. বাংলায় এর অর্থ হলো- কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। 

CBI (সিবিআই) হলো ভারতের সবথেকে বড়ো তদন্তকারী সংস্থা যা বিভিন্ন অপরাধ এবং রাষ্ট্রীয় সুরক্ষা সংক্রান্ত মামলার তদন্ত করে।

CBI এর মুখ্য কার্যালয় (CBI Headquarter)

সিবিআই (CBI) এর মুখ্য কার্যালয় বা হেড কুয়ার্টার ভারতের নতুন দিল্লিতে রয়েছে।

CBI অফিসার হওয়ার যোগ্যতা (CBI Officer Eligibility Criteria) 

এইবার আমরা জেনে নেবো CBI অফিসার হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়সসীমা কত হতে হয়, উচ্চতা ও বুকের মাপ কত থাকতে হয়- ইত্যাদি বিষয়ে। 

শিক্ষাগত যোগ্যতা (CBI Officer Educational Qualification)

CBI অফিসার হওয়ার জন্য আপনাকে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিভাগে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।

সিবিআই অফিসার বয়স সীমা (CBI Officer Age limit)

শ্রেণি বয়সসীমা বয়সের ছাড়
General 20 থেকে 30 বছর Na
SC, ST 20 থেকে 35 বছর 5 বছর
OBC 20 থেকে 33 বছর 3 বছর

CBI অফিসার হওয়ার জন্য উচ্চতা (CBI Officer Height)

পুরুষ 165 সেন্টিমিটার
মহিলা 150 সেন্টিমিটার

পাহাড়ি এলাকার এবং সংরক্ষিত শ্রেণীদের জন্য উচ্চতার ক্ষেত্রে ৫ সেন্টিমিটার ছাড় রয়েছে।

বুকের মাপ

CBI হতে গেলে প্রার্থীদের বুকের মাপ 76 সেন্টিমিটার হওয়া দরকার। মহিলাদের জন্য এটি প্রযোজ্য না। 

CBI অফিসার হওয়ার বিশেষ যোগ্যতা

  • সিবিআই (CBI) অফিস হওয়ার জন্য প্রার্থীকে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং বুদ্ধিমান হতে হবে।
  • দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে। 
  • সাহসী ব্যক্তিদের সিবিআই অফিসারের জন্য নির্বাচন করা হয়।

আপনিও যদি জানতে চান, সিবিআই হতে গেলে কোন পরীক্ষা দিতে হয়? সিবিআই এর মাসিক বেতন, সিবিআই কি কি কাজ করে? তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। নিচে এই বিষয়ে বিস্তারে জানাতে চলেছি। 

সিবিআই এর কাজ (Duty or Work of CBI Officer) 

জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারত সরকারের তরফ থেকে তদন্ত করাই হলো সিবিআই (CBI) এর প্রধান কাজ। 

সিবিআই গঠন হওয়ার প্রথমদিকে এটি শুধু আর্থিক মামলার তদন্ত করত। ১৯৬৫ সাল থেকে সিবিআই এর আরও অতিরিক্ত কাজ দেওয়া হয় যেগুলি নিচে আলোচনা করা হলো।

  • হত্যা, আতঙ্কবাদ বা মাওবাদী, বোমা বিস্ফোরন, অপহরণ সহ আন্তর্জাতিক বিভিন্ন অপরাধের তদন্ত করা।
  • ফরেন কারেন্সি বা বিদেশি মুদ্রা, ঐতিহাসিক মুহূর্ত সম্পর্কিত জিনিস, এক্সপোর্ট-ইমপোর্ট (Export-Import), নারকটিক্স কেসের তদন্ত করা।
  • CBI এর তদন্তের সঙ্গে জড়িত মামলার জন্য বিশেষ আদালতে ব্যবস্থা রয়েছে।
  • অ্যান্টি করাপশন ডিভিশন (Anti Corruption Division) এর মাধ্যমে সরকারি কর্মচারী সরকারি, সংস্থা কোনো সংস্থা, নির্বাচিত নেতা প্রমুখদের মাধ্যমে করা আর্থিক অপরাধ এর তদন্ত করা সিবিআই এর অন্যতম কাজ।

সিবিআই (CBI) অফিসারদের বেতন (CBI Officer Salary) 

একজন সিবিআই অফিসার প্রতি মাসে 54,680 থেকে 62,664 টাকা করে বেতন পেয়ে থাকে। 

সেই সাথে সরকারি বিভিন্ন সুবিধা যেমন DA, TA, চিকিৎসা, পেনশন ইত্যাদি পেয়ে থাকে।

সিবিআই (CBI) অফিসার কিভাবে হওয়া যায়?

এইবার আমরা জানবো CBI অফিসারের চাকরি কিভাবে পাওয়া যায়? সেই সম্পর্কে। 

CBI অফিসার সাধারনত দুইভাবে হওয়া যায়। এক, সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exam) দেওয়ার মাধ্যমে আর দুই, পুলিশ বিভাগের কোনো চাকরির ডেপুটেশন অর্থাৎ প্রোমোশনের মাধ্যমে। 

  • গ্রুপ-A সিবিআই অফিসার হওয়ার জন্য আপনাকে UPSC CSE পরীক্ষা দিয়ে IPS হতে হবে। মোটামুটি সাত বছর চাকরি করার পর আপনি CBI অফিসার হতে পারবেন।
  • CBI-তে ডেপুটি এসপি (Deputy SP) পদে চাকরি করার জন্যও আপনাকে UPSC সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হবে। তবে যদি ভ্যাকান্সি থাকে তবেই আপনি এই পদে নিযুক্ত হতে পারবেন।

সিবিআই (CBI)-তে ইন্সপেক্টর এর পদের জন্য Staff Selection Commission- Combined Graduate level (SSC CGL) পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা সম্পর্কে নিচে আলোচলা করা হলো। 

(1) Tier 1 পরীক্ষা- 

  • 200 নম্বরের MCQ টাইপের পরীক্ষা।
  • সময়সীমা থাকে 2 ঘন্টা।
  • কম্পিউটার বেসড পরীক্ষা (CBT) হয়। 

(2) Tier 2 পরীক্ষা- 

  • দুটো পেপারের পরীক্ষা হয়।
  • 200+200 মোট 400 নম্বরের পরীক্ষা।
  • সময়সীমা থাকে 2 ঘন্টা+2 ঘন্টা।
  • এটিও কম্পিউটার বেসড (CBT) MCQ পরীক্ষা। 

(3) Tier 3 পরীক্ষা-

  • 100 নম্বরের Descriptive পরীক্ষা। 

(4) Tier 2 পরীক্ষা– 

  • কম্পিউটার স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়।

ফাইনাল নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীকে ৯ মাসের ট্রেনিং এর জন্য পাঠানো হয়। ট্রেনিং পিরিয়ড শেষ হলে কাজে নিয়োগ করে দেওয়া হয়। এরপর নির্দিষ্ট টাস্কে একজন CBI অফিসারকে কাজ করতে হয়। 

সবশেষে,

CBI (সিবিআই) অফিসার নিয়ে লেখা আজকের আর্টিকেলটি সম্পূর্ণ হলো। আমি আশা করছি এই আর্টিকেল থেকে আপনি CBI Officer সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।

আপনি যদি আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিটার হন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে, আমরা এই ধরনের বিভিন্ন আর্টিকেল নিয়মিত আমাদের কাজকর্ম ওয়েবসাইটে পাবলিশ করে থাকি।

তাই আপনি যদি নিয়মিত চাকরি ও কাজের আপডেট, কর্মমুখী বিভিন্ন স্কিল, কেরিয়ার, কর্মসংস্থান ইত্যাদি সম্পর্কে আপডেট থাকতে চান তাহলে নিয়মিত ওয়েবসাইট (kajkarmo.com) ভিজিট করতে ভুলবেন না।   

চাকরি ও কাজের আপডেট কোনোভাবেই মিস করতে না চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হোন 

Join Kajkarmo Telegram.jpeg

এগুলোও পড়ুন- 

Previous articleDCA কম্পিউটার কোর্স কি? কোর্স করে চাকরির সুযোগ | DCA Course Details in Bengali
Next articleসেরা 5 টি কম্পিউটার কোর্স- করতে পারলে চাকরি নিশ্চিত | 5 Best Computer Course in Bengali

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here