কোলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হওয়া যায়? ডিউটি, বেতন, সম্পূর্ন নিয়োগ প্রক্রিয়া

How to Become Kolkata Police Constable in Bengali

কোলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হবো? কোলকাতা পুলিশ কনস্টেবলদের ডিউটি কি, কোলকাতা পুলিশ কনস্টেবল হতে গেলে বয়স কত হতে হয়, কোলকাতা পুলিশ কনস্টেবল চাকরির জন্য যোগ্যতা কি লাগে, কোলকাতা পুলিশ কনস্টেবলদের বেতন কত দেওয়া হয়? ইত্যাদি প্রশ্নগুলি চাকরিপ্রার্থীরা করে থাকে। 

আজকের এই প্রতিবেদনে আমরা জানবো- কোলকাতা পুলিশ কিভাবে হওয়া যায়, এদের ডিউটি কি থাকে এবং কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে।

যারা কোলকাতা পুলিশ কনস্টেবল হতে চান তারা অবশ্যই বিস্তারিত জেনে নিন। সম্প্রতি 2022 সালের 26 মে মাসে কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে। এই বিষয়েও আজকে আমরা জানবো।

কোলকাতা পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চাকরির নিয়োগের প্রক্রিয়া, বয়সসীমা, শারীরিক মাপ, মাঠ পরীক্ষা ইত্যাদির মধ্যে মিল রয়েছে। তাই যারা WBP পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে বা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে এই কোলকাতা পুলিশ কনস্টেবল চাকরি পরীক্ষায় অনেক সুবিধা মিলবে। 

বিষয় সূচীঃ-

কোলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হওয়া যায়?

অনেকের মুখেই শোনা যায় কোলকাতা পুলিশের চাকরি আরামের চাকরি। পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) কনস্টেবল এবং কোলকাতা পুলিশ কনস্টেবল এই দুটি চাকরি একই লেভেলের।

এই দুইয়ের মধ্যে প্রধান পার্থক্য হল কোলকাতা পুলিশের ক্ষেত্রে ডিউটি দেওয়া হয় কোলকাতার এলাকায়। আর WBP বা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ডিউটি বা পোস্টিং থাকে রাজ্যের যেকোনো জেলায়।

যারা কোলকাতার বাসিন্দা তাদের ক্ষেত্রে কোলকাতা পুলিশের চাকরি বেশি লাভদায়ক। কেননা ডিউটি শেষে তাদের বাড়ি গিয়ে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ থাকে (তবে সবক্ষেত্রে এমনটা না হতেও পারে)।  

কোলকাতা পুলিশ কনস্টেবল চাকরির জন্য শুধুমাত্র কোলকাতা এলাকার বাসিন্দারাই আবেদন করতে পারবে এমনটা কিন্তু না পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরি প্রার্থীরা (ছেলে-মেয়ে) সকলেই আবেদন করতে পারবে। 

অনেক কথা বলা হল, আর বিরক্ত না করে এইবার কোলকাতা পুলিশ কনস্টেবলের ডিউটি সহ বিভিন্ন বিষয়গুলি একে একে জেনে জানিয়ে দিচ্ছি। 

কোলকাতা পুলিশ কনস্টেবল এর কাজ বা ডিউটি (Kolkata Police Constable Duty)

কোলকাতা পুলিশ কনস্টেবলদের মূলত কোলকাতা শহরের বিভিন্ন জায়াগায় ডিউটি বা কাজে রাখা হয়। এটি WBP কনস্টেবল এর মতোই পোস্ট, কিন্তু এর ডিউটির ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায়। কোলকাতা পুলিশ কনস্টেবলের কাজ বা ডিউটি সম্পর্কে নিচে আলোচনা করা হল- 

(1) কোলকাতা শহর এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখা।

(2) কোলকাতা শহরের ট্রাফিক ব্যাবস্থাপনা করা। 

(3) কোলকাতার মানুষের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা।  

(4) শহরের বিভিন্ন এলাকার অপরাধ মূলক কাজ চিহ্নিত এবং প্রতিরোধ করা। 

(5) কোলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী শহরের সমস্ত অপরাধমূলক কাজ, সন্ত্রাসবাদ ইত্যাদি দমনের জন্য নিযুক্ত থাকে। 

কোলকাতা পুলিশ কনস্টেবল বেতন (Kolkata Police Constable Salary)

কোলকাতা পুলিশ কনস্টেবল/ লেডি কনস্টেবল চাকরির জন্য প্রতি মাসে মোটামুটি প্রায় 25,000 থেকে 27,000 টাকা দেওয়া হয়ে থাকে। সেইসাথে গ্রেড পে- 2600 টাকা এবং সরকারি বিভিন্ন ভাতা প্রদান করা হয়। 

কোলকাতা পুলিশ কনস্টেবল বয়সসীমা (Kolkata Police Constable Age Limit) 

ক্যাটেগরি  বয়সসীমা  বয়সের ছাড় 
General  18-27 বছর  ———
SC/ST 18-32 বছর 5 বছর
OBC 18-30 বছর 3 বছর

কোলকাতা পুলিশ কনস্টেবল শিক্ষাগত যোগ্যতা (Kolkata Police Constable Educational Qualification)

মাধ্যমিক পাশ (Madhyamik Pass) হলেই কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল চাকরির জন্য আবেদন করা যাবে।  

এক্ষেত্রে মাধ্যমিকে ন্যুনতম (%) নম্বরের কোনো বিষয় থাকে না। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই এবং দরকারি শারীরিক যোগ্যতা থাকলেই কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া (Kolkata Police Constable Recruitment Process) 

যেসমস্ত পরীক্ষার মাধ্যমে কোলকাতা পুলিশ কনস্টেবল চাকরির জন্য উপযুক্ত প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হয় সেগুলি নিচে পরপর জানিয়ে দেওয়া হল- 

(1) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা (Preliminary Exam)- 100 নম্বর

(2) শারীরিক মাপের পরীক্ষা (PMT)

(3) শারীরিক দক্ষতার পরীক্ষা (PET)

(4) মেন বা ফাইনাল লিখিত পরীক্ষা (Main Exam)- 85 নম্বর 

(5) ইন্টারভিউ (Interview)- 15 নম্বর 

এই কয়েকটি ধাপের পরীক্ষায় পাশ করার পর মেডিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভ্যারিফিকেশন এবং সবশেষে ট্রেনিং করানো হয়। ট্রেনিং পিরিয়ড শেষ হলে কোলকাতা পুলিশের জন্য নির্ধারিত কাজের ডিউটিতে পাঠানো হয়। 

কোলকাতা পুলিশ কনস্টেবল শারীরিক মাপ (Kolkata Police Constable Physical Measurement) 

পুরুষদের ক্ষেত্রে- 

ক্যাটেগরি  উচ্চতা (cm.) ওজন (kg.) বুকের মাপ (cm.) 
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে 167 57 78 (5 সেমি. ফোলানোর ক্ষমতা)
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে।  160 53 76 (5 সেমি. ফোলানোর ক্ষমতা)

মহিলাদের ক্ষেত্রে- 

ক্যাটেগরি  উচ্চতা (cm.) ওজন (kg.)
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে।  160 49
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে।  152 45

কোলকাতা পুলিশ কনস্টেবল শারীরিক দক্ষতার (মাঠ) পরীক্ষা (Kolkata Police Constable Physical Efficiency Test) 

পোষ্ট  দৌড় সময় 
কনস্টেবল  1600 মিটার  6 মিনিট 30 সেকেন্ড 
লেডি কনস্টেবল 800 মিটার  4 মিনিট 30 সেকেন্ড 

কোলকাতা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার সিলেবাস (Kolkata Police Constable Exam Syllabus) 

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস- 

কোলকাতা পুলিশ কনস্টেবল চাকরির জন্য 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। যার সময়সীমা থাকে ১ ঘন্টা। প্রশ্ন থাকে MCQ টাইপের। 4 টে প্রশ্নের ভুল উত্তর দিলে 1 নম্বর কাটা হবে। 

বিষয়  নম্বর 
1. General Awareness and General Knowledge 40
2. Elementary Mathematics (Madhyamik standard) 30
3. Reasoning 30
মোট  100

মেন পরীক্ষার সিলেবাস- 

কোলকাতা পুলিশ কনস্টেবল চাকরির জন্য মোট 85 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় যার সময়সীমা থাকে ১ ঘন্টা। প্রশ্ন থাকে MCQ টাইপের। 4 টে প্রশ্নের ভুল উত্তর দিলে 1 নম্বর কাটা হবে। 

বিষয়  নম্বর 
1. General Awareness and General Knowledge 25
2. English 10
3. Elementary Mathematics (Madhyamik standard) 25
4. Reasoning and Logical Analysis 25
মোট  85 

কোলকাতা পুলিশ কনস্টেবল নতুন পরীক্ষা পদ্ধতিঃ

অফলাইনে OMR শীটে বা কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে আরো একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে সঠিক পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানানো হবে। 

কোলকাতা পুলিশ কনস্টেবল আবেদন প্রক্রিয়া (Kolkata Police Constable 2022 Application Process) 

কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল চাকরির জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরেই অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করার লিংক দিয়ে দেওয়া হয়। ঐ লিংকে ক্লিক করে আবেদন করতে হবে। 

কোলকাতা পুলিশ কনস্টেবল আবেদন ফি (Kolkata Police Constable 2022 Application Fee)

ক্যাটেগরি আবেদন ফি
পশ্চিমবঙ্গের ST, SC শ্রেনি বাদে সকলের ক্ষেত্রে 170 টাকা
পশ্চিমবঙ্গের ST, SC শ্রেনিদের ক্ষেত্রে 20 টাকা

সবশেষে, 

আশা করছি, আজকের এই কোলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হওয়া যায় বা কোলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হবো সম্পর্কে লেখা আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। আমাদের উদ্দেশ্য চাকরিপ্রার্থীরা যাতে কোলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হবে এই সম্পর্কিত তথ্য গুলি এক জায়াগায় পেয়ে যায়। 

আমরা আমাদের এই ওয়েবসাইটে ডেইলি বিভিন্ন চাকরির আপডেট, কেরিয়ার গাইড, চাকরির প্রস্তুতি, চাকরি পরীক্ষার সিলেবাস ইত্যাদি বিষয়ে পোস্ট করে থাকি। আপনার যদি এই ধরনের তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের kajkarmo.com ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে পারেন। 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

এগুলোও পড়ুন- 

Previous articleকোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 | Kolkata Police Constable Recruitment 2022
Next articleসরকারি চাকরি পেতে চান? এই ১০ টি ভুল একদম করবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here