কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 | Kolkata Police Constable Recruitment 2022

Kolkata Police Constable Recruitment 2022
WhatsApp Group Join Now

অনেক অপেক্ষার পর কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল (Kolkata Police Constable Recruitment 2022) নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

কয়েকমাস ধরে অনেকেই আমাদের প্রশ্ন করছে স্যার, কোলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ কবে থেকে শুরু হচ্ছে। তাদের জন্য দারুন চাকরির আপডেট। অবশেষে কোলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেলো। 

কোলকাতা পুলিশ কনস্টেবল এর চাকরির জন্য ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। Male-Female আলাদা আলাদা শুন্যপদ রয়েছে। যারা এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিয়ে আবেদন করবেন। 

Kolkata Police Constable Recruitment 2022

Kolkata Police Constable Recruitment 2022

পদের নামঃ  কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল

বেতন (Kolkata Police Constable Salary)

অফিসিয়াল নোটিশে কোলকাতা পুলিশ কনস্টেবল চাকরির মাসিক বেতন সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে পুলিশ কনস্টেবল এর জন্য প্রতি মাসে মোটামুটি 21,498 –  23,139 টাকা দেওয়া হয়ে থাকে। 

বয়সসীমা (Kolkata Police Constable Age Limit) 

কোলকাতা পুলিশ কনস্টেবল চাকরির জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স 18-27 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। 

বয়সের ছাড় (Kolkata Police Constable Age Relaxation) 

SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেণিরা ৩ বছরের ছাড় পাবেন। 

শিক্ষাগত যোগ্যতা (Kolkata Police Constable Educational Qualification)

মাধ্যমিক পাশ করে থাকলেই কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল চাকরির জন্য আবেদন করা যাবে। 

শুন্যপদ (Kolkata Police Constable 2022 Vacancy)   

(1) পুরুষ (Male)- 1410 টি  

(2) মহিলা (Female)- 256 টি 

মোট শুন্যপদ (Kolkata Police Constable 2022 Total Vacancy) 

মোট 1666 টি শুন্যপদে কোলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। 

নিয়োগ প্রক্রিয়া (Kolkata Police Constable Recruitment Process) 

(1) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা (100 নম্বর)

(2) শারীরিক মাপের পরীক্ষা (PMT)

WhatsApp Group Join Now

(3) শারীরিক দক্ষতার পরীক্ষা (PET)

(4) মেন বা ফাইনাল লিখিত পরীক্ষা (85 নম্বর)

(5) ইন্টারভিউ (15 নম্বর)

শারীরিক মাপ (Kolkata Police Constable Physical Measurement) 

পুরুষদের ক্ষেত্রে- 

ক্যাটেগরি  উচ্চতা (cm.) ওজন (kg.) বুকের মাপ (cm.) 
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে 167 57 78 (5 সেমি. ফোলানোর ক্ষমতা)
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে।  160 53 76 (5 সেমি. ফোলানোর ক্ষমতা)

মহিলাদের ক্ষেত্রে- 

ক্যাটেগরি  উচ্চতা (cm.) ওজন (kg.)
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে।  160 49
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে।  152 45

শারীরিক দক্ষতার (মাঠ) পরীক্ষা (Kolkata Police Constable Physical Efficiency Test) 

পোষ্ট  দৌড় সময় 
কনস্টেবল  1600 মিটার  6 মিনিট 30 সেকেন্ড 
লেডি কনস্টেবল 800 মিটার  4 মিনিট 30 সেকেন্ড 

লিখিত পরীক্ষার সিলেবাস (Kolkata Police Constable Exam Syllabus) 

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস- 

বিষয়  নম্বর 
1. General Awareness and General Knowledge 40
2. Elementary Mathematics (Madhyamik standard) 30
3. Reasoning 30
মোট  100

মেন পরীক্ষার সিলেবাস- 

বিষয়  নম্বর 
1. General Awareness and General Knowledge 25
2. English 10
3. Elementary Mathematics (Madhyamik standard) 25
4. Reasoning and Logical Analysis 25
মোট  85 

আবেদন প্রক্রিয়া (Kolkata Police Constable 2022 Application Process) 

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারা যাবে। 29 মে তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হল। 

আবেদনকারীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে Username এবং Password দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে দরকারি সমস্ত তথ্য পূরন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আবেদন ফি (Kolkata Police Constable 2022 Application Fee)

(1) পশ্চিমবঙ্গের ST, SC শ্রেনি বাদে সকলের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 170 টাকা। 

(2) পশ্চিমবঙ্গের ST, SC শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 20 টাকা। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  26.05.2022
আবেদন শুরু  29.05.2022
আবেদন শেষ 27.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

এগুলোও দেখুন- 

Previous articleWBP কনস্টেবল মেন 2022 প্রশ্নপত্র ডাউনলোড | WBP Constable Main 2022 Question Paper PDF
Next articleকোলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হওয়া যায়? ডিউটি, বেতন, সম্পূর্ন নিয়োগ প্রক্রিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here