RPF কনস্টেবল কিভাবে হওয়া যাবে? RPF এর মাসিক বেতন, শারীরিক মাপ, নিয়োগ প্রক্রিয়া | How to Become RPF in Bengali

How to Become RPF Constable in Bengali

আরপিএফ কনস্টেবল বা রেল পুলিশ (RPF Constable) কিভাবে হওয়া যায়, How to become RPF Constable, RPF কনস্টেবল এর বেতন, বয়সসীমা এই সমস্ত বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

নিয়মিত কয়েক বছর অন্তর অন্তর রেলওয়েতে আরপিএফ কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হয়। এই চাকরিগুলির জন্য প্রচুর শূন্যপদ বের হয়। আজকে শুধুমাত্র RPF কনস্টেবল চাকরিরি বিষয়ে জানানো হবে। 

এমন অনেক চাকরিপ্রার্থী রয়েছে যারা আরপিএফ (RPF) এর চাকরি করতে চাই কিন্তু তারা এই চাকরির বিষয়ে অনেক তথ্য জানে না। তাই ঐ সমস্ত চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে আজকের এই প্রতিবেদনটি লেখা হয়েছে। 

বিষয় সূচীঃ-

How to Become RPF Constable in Bengali

আমরা আরপিএফ কনস্টেবল (RPF Constable Recruitment) এর বিষয়ে সঠিক তথ্য জেনে তারপর আপনার সামনে উপস্থিত করছি। আশা করছি আজকের এই তথ্য গুলি জেনে আপনার উপকারে আসবে। 

আপনাকে জানিয়ে রাখি, সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি (Central Recruitment Committee) এর মাধ্যমে আরপিএফ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে।

RPF এর সম্পূর্ণ নাম (RPF Full form in Bengali)

RPF এর সম্পূর্ণ বা পুরো নাম- Railway Protection Force (রেলওয়ে প্রোটেকশন ফোর্স)। 

RPF কনস্টেবল বেতন (RPF Constable Salary)

আরপিএফ কনস্টেবল এর মাসিক বেতন 29,902 থেকে 33,270 টাকা পর্যন্ত হয়ে থাকে। চাকরির সময়সীমা বাড়ার সাথে সাথে বেতনও নির্দিষ্ট হারে বাড়ে। 

RPF কনস্টেবল চাকরির জন্য বয়সসীমা (RPF Constable Age Limit) 

18 থেকে 25 বছর বয়সের চাকরিপ্রার্থীরা আরপিএফ কনস্টেবল (RPF Constable) চাকরির জন্য আবেদন করতে পারে। SC, ST, OBC, এক্স সার্ভিস ম্যান ইত্যাদি সংরক্ষিত শ্রেণীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে থাকেন।

RPF কনস্টেবল চাকরির যোগ্যতা (RPF Constable Eligibility Criteria)

RPF কনস্টেবল চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপের যোগ্যতা সহ বিভিন্ন যোগ্যতার দরকার হয়। এগুলি সম্পর্কে নিচে জানিয়ে দেওয়া হয়েছে- 

RPF কনস্টেবল শিক্ষাগত যোগ্যতা (RPF Constable Educational Qualification)

আরপিএফ কনস্টেবল চাকরির জন্য যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস (Madhyamik Pass) করতে হয়।

RPF কনস্টেবল জাতীয়তা গত যোগ্যতা (RPF Constable Nationality)

আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবেই এই চাকরির জন্য আবেদন করা যাবে নতুবা নয়। 

RPF কনস্টেবল চাকরির মেডিকেল কুয়ালিফিকেশন (RPF Constable Medical Qualification)

  • চাকরিপ্রার্থীর চোখ 6/6 হওয়া জরুরী। 
  • সঠিকভাবে রং চেনার ক্ষমতা থাকতে হবে। কালার ব্লাইন্ডনেস (Color Blindness) থাকলে রিজেক্ট করা হয়।
  • কেউ যদি চশমা ব্যবহার করে তাহলে তাকে রিজেক্ট করা হয়।  
  • ভালোভাবে কানে শোনার ক্ষমতা থাকতে হবে। 
  • শরীরের ওজন উচ্চতা এবং বয়সের অনুপাতে হওয়া উচিত।

RPF কনস্টেবল শারীরিক দক্ষতা (RPF Constable Physical Efficiency) 

পুরুষদের ক্ষেত্রে- 

(1) পুরুষ চাকরি প্রার্থীদের 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার পথ দৌড়ে অতিক্রম করতে হয়। 

(2) লং জাম্প- 14 ফুট

(3) হাই জাম্প- 4 ফুট

মহিলাদের ক্ষেত্রে-

(1) মহিলা চাকরিপ্রার্থীদের 3 মিনিট 40 সেকেন্ড সময়ের মধ্যে 800 মিটার পথ দৌড়ে অতিক্রম করতে হয়। 

(2) লং জাম্প- 9 ফুট

(3) হাই জাম্প- 3 ফুট

RPF কনস্টেবল শারীরিক মাপ (RPF Constable Physical Measurement) 

উচ্চতা (Height)- 

ক্যাটেগরি  পুরুষ  মহিলা 
UR/OBC 165 সেন্টিমিটার 157 সেন্টিমিটার
SC/ST 160 সেন্টিমিটার 152 সেন্টিমিটার
পাহাড়ি এলাকার প্রার্থীদের 163 সেন্টিমিটার 155 সেন্টিমিটার

বুকের মাপ (Chest)-

ক্যাটেগরি  পুরুষ  মহিলা 
UR/OBC 80 সেন্টিমিটার (5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা) NA
SC/ST 76.2 সেন্টিমিটার (5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা) NA
পাহাড়ি এলাকার প্রার্থীদের 80 সেন্টিমিটার (5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা) NA

আরপিএফ (RPF) কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া (RPF Constable Recruitment Process)

নিচের কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে আরপিএফ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়-

(1) RPF কনস্টেবল নিয়োগের ফরম ফিলাপ-  RPF Constable আবেদন প্রক্রিয়া শুরু হলে চাকরিপ্রার্থীকে অনলাইন ফর্ম ফিল আপ করে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হয়।

(2) কম্পিউটার বেসড পরীক্ষা (CBT)- আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে নির্দিষ্ট সময়ে চাকরিপ্রার্থীদের কম্পিউটার বেসড অনলাইন লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। এই পরীক্ষায় পাশ করলেই পরবর্তী প্রক্রিয়ার জন্য চাকরিপ্রার্থীকে নির্বাচন করা হয়ে থাকে। 

(3) শারীরিক মাপের পরীক্ষা- কম্পিউটার টেস্টে পাশ করলে তবেই শারীরিক মাপের পরীক্ষা নেওয়া হয়।

(4) শারীরিক দক্ষতার পরীক্ষা- এই পরীক্ষায় চাকরিপ্রার্থীর শারীরিক ফিটনেস দেখা হয় তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পথ অতিক্রম করতে হয়, লং জাম্প এবং হাই জাম্প দিয়ে পাশ করতে হয়। 

(5) ডকুমেন্ট ভেরিফিকেশন- উপরের সমস্ত স্টেপ গুলির পরীক্ষা পাস করলে চাকরিপ্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, এখানে যে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয় সেগুলো হলো-

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম প্রমাণপত্র। 
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ রূপে মাধ্যমিকের মার্কশিট।
  • SC, ST, OBC সার্টিফিকেট (যদি থাকে)।
  • বাসিন্দা সার্টিফিকেট (প্রযোজ্য হলে)। 
  • নো অবজেকশন সার্টিফিকেট (NOC), কোনো সরকারি বিভাগের কর্মচারী হলে জমা দিতে হয়। 

(6) মেডিকেল এক্সামিনেশন- আবেদনকারীর শারীরিক সুস্থতা পরীক্ষা করার জন্য মেডিকেল পরীক্ষা করানো হয়। মেডিকেল পরীক্ষায় পাস করলে তবেই ফাইনাল নিয়োগ হয়।  

(7) ট্রেনিং- নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে চাকরি প্রার্থীকে ট্রেনিং এর জন্য পাঠানো হয়ে থাকে। ট্রেনিং এর সময় প্রতি মাসে 21,700 টাকা করে স্টাইপেন্ড বা বেতন দেওয়া হয়। ট্রেনিং পিরিয়ড শেষ হলে মেন ডিউটিতে পাঠানো হলে নির্দিষ্ট পরিমানের মাসিক বেতন দেওয়া হয়ে থাকে। 

RPF কনস্টেবল পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস (RPF Constable Exam Pattern and Syllabus) 

RPF পরীক্ষার প্যাটার্ন- 

  • কম্পিউটার বেসড অনলাইন (CBT) পরীক্ষা হয়।
  • প্রশ্ন থাকে MCQ টাইপের। 
  • মোট নম্বর- 120 
  • সমান সময় থাকে 90 মিনিট

RPF পরীক্ষার সিলেবাস- 

Sl. বিষয়  প্রশ্ন সংখ্যা  নম্বর 
1. General Awareness 50 50
2. Arithmetic 35 35
3. General Intelligence and Reasoning 35 35
মোট  120 120

RPF কনস্টেবল পরীক্ষার ভাষা (RPF Constable Exam Languages)

RPF কনস্টেবল পরীক্ষা মোট 15 টি ভাষায় নেওয়া হয়ে থাকে এগুলি হল-

বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, তামিল, তেলুগু, কোংকোনি, মালয়ালম, কানাড়া, মারাঠি, গুজরাটি, উড়িয়া, আসামিস, মণিপুরী এবং পাঞ্জাবি।

RPF কনস্টেবল চাকরির প্রমোশন (RPF Constable Promotion)

একজন আরপিএফ কনস্টেবল এর পদোন্নতি দুইভাবে হতে পারে- 

1. চাকরির সময়সীমা এবং অভিজ্ঞতার এর ভিত্তিতে।

2. ইন্টার ডিপার্টমেন্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে।

যেসমস্ত পদে একজন RPF কনস্টেবল এর প্রমোশন হয় সেগুলি হলো- 

  • সিনিয়র কনস্টেবল (Senior Constable)
  • হেড কনস্টেবল (Head Constable)
  • অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (Assistant Sub Inspector- ASI)
  • সাব ইন্সপেক্টর (Sub Inspector- SI)
  • ইন্সপেক্টর (Inspector)

RPF কনস্টেবল চাকরির জন্য আবেদন প্রক্রিয়া (RPF Constable Application Process in Bengali)

(1) RPF অর্থাৎ Railway Protection Force এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই এর আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন করতে হয় অফিসিয়াল ওয়েবসাইট- rpf.indianrailways.gov.in/RPF থেকে। 

(2) চাকরিপ্রার্থীকে প্রথমে নাম, মোবাইল নম্বর, ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তারপর তার মোবাইলে আসা লগইন ডিটেলস দিয়ে লগ ইন করতে হয়। এরপর দরকারি তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরন করতে হয়।

(3) সবশেষে আবেদন ফি জমা করে আবেদন করার সময় দেওয়া তথ্যগুলি একবার ভালো করে মিলিয়ে নিয়ে অ্যাপ্লিকেশন ফাইনাল করতে হয়। 

RPF কনস্টেবল চাকরির আবেদন ফি (RPF Constable Application Fee) 

আরপিএফ কনস্টেবল (RPF Constable) চাকরির আবেদন করার জন্য জেনারেল এবং OBC চাকরিপ্রার্থীদের 500 টাকা আবেদন ফি জমা করতে হয়। যার মধ্যে 400 টাকা রিফান্ড বা ফেরত দেওয়া হয়।

SC, ST, মহিলা, পূর্ব সৈনিক Economical class ইত্যাদি শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি লাগে 250 টাকা। যেটা পরবর্তীতে সম্পূর্ণ রিফান্ড করা হয়।

আবেদন ফি মূলত অফলাইন এবং অনলাইন দুই ভাবেই জমা করা যায়। অফলাইনে চালানের মাধ্যমে এবং অনলাইনে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে জমা করা যায়। 

ইন্ডিয়ান রেলের তরফ থেকে সম্প্রতি RPF নিয়োগের আপডেট উঠে আসছে। খুব শীঘ্র এই সম্পর্কিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিগত তিন থেকে চার বছর এই নিয়োগ করা হয়নি তাই কয়েক হাজার শূনপদে RPF কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। 

এই জাতীয় নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। 

👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

🔥 এগুলোও জেনে রাখুন 👇👇

🎯 রেলের লোকো পাইলট কিভাবে হওয়া যায়?

🎯 পশ্চিমবঙ্গ আবগারি পুলিশ কিভাবে হওয়া যায়?

🎯 CBI কিভাবে হতে হয়?

Previous articleরেলের লোকো পাইলট কিভাবে হওয়া যায়? যোগ্যতা, বেতন, নিয়োগ পদ্ধতি | How to Become Loco Pilot in Bengali
Next articleচাকরি পাওয়ার আগে এই 7 টি কথা অবশ্যই মাথায় রাখুন, না জানলে পরে পস্তাতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here