দীর্ঘ চার বছর অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। 23 অগাষ্ট 2023 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে রাজ্যের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর মাধ্যমে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অনলাইনে আবেদন করতে হবে।
ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মোট কতটি শূন্য পদ রয়েছে, নিয়োগ কিভাবে করা হবে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তা নিচে পরপর বিস্তারিত জানানো হয়েছে।
WBPSC Food SI Recruitment 2023
নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 04/2023
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 22 অগাস্ট 2023
আবেদনের মাধ্যম: অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম
ফুড সাব ইন্সপেক্টর (Food SI)
ফুড SI মোট শূন্যপদ 2023
মোট 480 টি শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর পদে সমগ্র রাজ্যে নিয়োগ করা হবে। (UR-220, SC-97, ST-29, OBCA-48, OBCB-34, PwBD-19, Ex Service Men-24, Meritorious Sports Person-9)
ফুড SI শিক্ষাগত যোগ্যতা
- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা অন্য কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক (Class-10) পাস করতে হবে।
- সেই সাথে বাংলা অথবা নেপালি ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে।
ফুড SI মাসিক বেতন
ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য পে লেভেল 6 অনুযায়ী ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা মাসিক বেতন দেওয়া হয়।
ফুড SI বয়স সীমা
ফুড SI পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
পশ্চিমবঙ্গের SC,ST শ্রেণীরা পাঁচ বছরের এবং OBC শ্রেণীরা তিন বছরের বয়সের ছাড় পাবে।
ফুড SI নিয়োগ প্রক্রিয়া ২০২৩
- লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে ফুড সাব-ইন্সপেক্টর পদের জন্য নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের
- পার্সোনালিটি টেস্ট হবে ২০ নম্বরের।
ফুড SI পরীক্ষার সিলেবাস ২০২৩
(1) জেনারেল স্টাডিজ- ৫০ নম্বর (Matters of common experience including every day science, current events and problems with special reference to India, elementary knowledge of Indian History and Indian Geography)
(2) গণিত- ৫০ নম্বর (Questions will be set on the basis of the syllabus of Madhyamik Examnination of the W.B.B.S.E. with mental ability)
- Read More: WBPSC Food SI Full Syllabus 2023
ফুড SI পরীক্ষার সেন্টার
পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছে, এগুলি হলো-
কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং।
ফুড SI এর আবেদন প্রক্রিয়া ২০২৩
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার আগে চাকরিপ্রার্থীকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তবে যাদের আগে থেকে WBPSC এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে তাদের সরাসরি লগইন করে আবেদন শুরু করতে হবে।
লগইন করে নিয়ে আবেদনকারী কে তার নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নম্বর, ছবি সিগনেচার ইত্যাদি তথ্য গুলি দিয়ে অনলাইন ফরম ফিলাপ করতে হবে। সবশেষে আবেদনফি প্রযোজ্য হলে তা অনলাইনে জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ফুড SI অনলাইন আবেদন ফি
- অনলাইনে আবেদন ফি জমা করলে ১১৫ টাকা লাগবে।
- সরাসরি ব্যাংক কাউন্টারে জমা করলে ১৩০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
- পশ্চিমবঙ্গের SC, ST, PwBD শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
👉 WBPSC Food SI Question Paper Download
ফুড এসআই গুরুত্বপূর্ণ তারিখ (Food Sub Inspector Important Dates 2023)
নোটিশ প্রকাশ | ২২ অগাস্ট ২০২৩ |
আবেদন শুরু | ২৩ অগাস্ট ২০২৩ |
আবেদন শেষ | ২০ সেপ্টেম্বর ২০২৩ (দুপুর- ৩.০০ টে) |
অনলাইনে আবেদন ফি জমার শেষ তারিখ | ২০ সেপ্টেম্বর ২০২৩ (দুপুর- ৩.০০ টে) |
অফলাইনে আবেদন ফি জমার শেষ তারিখ | ২১ সেপ্টেম্বর ২০২৩ |
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত
👉 IFFCO তে অ্যাকাউন্টেন্ট পদে চাকরি, মাসিক বেতন 36 হাজার টাকা
👉 ৫২ হাজার অনুমোদিত পদের মধ্যে ২২ হাজার শূন্যপদে নিয়োগ
👉 NCL তে মাধ্যমিক পাশে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে চাকরি, মাসিক বেতন 26 হাজার টাকা