ইন্ডিয়ান ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগ! ১ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

Indian Bank Various Posts Recruitment 2024
WhatsApp Group Join Now

দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্কে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। এই প্রসঙ্গে ব্যাঙ্কের তরফে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে, দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

প্রচুর পরিমাণ শূন্যপদ রয়েছে এখানে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

1. Chief Manager

শূন্যপদ- এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

2. Senior Manager

শূন্যপদ- এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

3. Assistant Manager

শূন্যপদ- এখানে মোট 30 টি শূন্যপদ রয়েছে।

4. Assistant Manager – Security

শূন্যপদ- এখানে মোট 11 টি শূন্যপদ রয়েছে।

5. Chief Manager – MSME Relationship

শূন্যপদ- এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

WhatsApp Group Join Now

6. Manager – MSME Relationship

শূন্যপদ- এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

7. Chief Manager – Digital Marketing

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

8. Senior Manager – SEO and Website specialist

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

9. Senior Manager-Social Media specialist

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

10. Senior Manager – Creatives expert

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

11. Senior Manager – Forex/Trade Finance

শূন্যপদ- এখানে মোট 5 টি শূন্যপদ রয়েছে।

12. Manager – Forex/Trade Finance

শূন্যপদ- এখানে মোট 5 টি শূন্যপদ রয়েছে।

13. Senior Manager – Information Security

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

14. Manager – Information Security

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

15. Manager – DBA

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

16. Manager – Information Security

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

17. Senior Manager – Kubernetes Specialist

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

18. Manager – Network

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

এছাড়াও আরও অনেক ধরনের পদ এখানে রয়েছে। বিস্তারিত জানতে নীচের লিঙ্কটি ক্লিক করুন।

যোগ্যতা

এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

নিয়োগ পদ্ধতি

এখানে একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.indianbank.in. ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

General/EWS/OBC প্রার্থীদের 1000 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।
SC/ST দের 175 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন করার শেষ দিন 01/04/2024 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে ২৭ টি BDO অফিসে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

👉 রাজ্যের বিভিন্ন ভোকেশনাল স্কুলে শিক্ষক নিয়োগ, ৫০০ টির বেশি শূন্যপদ

👉 Stenography in Bengali: স্টেনোগ্রাফি চাকরি কী? কী কাজ করতে হয়, যোগ্যতা কী লাগে?

👉 ANM, GNM পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হলো! যোগ্যতা কী লাগবে, লাস্ট ডেট কবে?

👉 ফুড SI পরীক্ষায় দুর্নীতি, আবার কী নেওয়া হবে পরীক্ষা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here