Stenography in Bengali: স্টেনোগ্রাফি চাকরি কী? কী কাজ করতে হয়, যোগ্যতা কী লাগে?

What are stenography jobs? What to do, what qualifications are needed?
WhatsApp Group Join Now

আমাদের ওয়েবসাইটে চোখ রাখলেই দেখতে পাবেন, বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন সরকারি দফতরে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগের আবেদন চলছে। কিন্তু কী যোগ্যতা থাকলে এই স্টেনোগ্রাফার পদে আবেদন করা যায়, তা অনেকেই সঠিকভাবে জানেন না। এই প্রতিবেদনে স্টেনোগ্রাফি কী, স্টেনোগ্রাফারের কাজ কী ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করা হল।

স্টেনোগ্রাফি চাকরি কী?

1837 সালে স্যার আইজাক পিটম্যান প্রথম স্টেনোগ্রাফির সূচনা করেন। স্টেনোগ্রাফি হল শর্টহ্যান্ড অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে স্টেনোটাইপে লেখার প্রক্রিয়া। স্টেনোগ্রাফাররা এই শর্টহ্যান্ড লেখার জন্য একটি বিশেষ কর্ডেড কীবোর্ড বা টাইপরাইটার ব্যবহার করে থাকেন।

স্টেনোগ্রাফারের কাজ কী?

স্টেনোগ্রাফারদের মূলত কথ্য শব্দ লিখিত আকারে প্রতিলিপিতে পরিবর্তিত করতে হয়। মুখে বলা কথাকে সংক্ষিপ্ত চিহ্ন ব্যবহার করে খুব কম সময়ে লিখিত আকার দেওয়ার কাজটি এরা করে থাকেন।

সাধারণ ভাবে কোর্টে স্টেনোগ্রাফার নিয়োগ হয়ে থাকে।কোর্টে বিচারক, আইনজীবী এবং সাক্ষীদের বয়ান টাইপ করেন স্টেনোগ্রাফাররা।

স্টেনোগ্রাফারের ব্যবহার

স্টেনোগ্রাফির ব্যবহার বিভিন্ন জায়গায় হয়ে থাকে।এর মধ্যে রয়েছে কোর্টরুম, বেসরকারি আইনি কর্পোরেট অফিস এমনকি সংবাদপত্রের ক্ষেত্রেও।

স্টেনোগ্রাফারের সুযোগ

এখন রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এবং স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে স্টেনোগ্রাফারদের নিয়োগ করা হয়। ভালো করে স্টেনোগ্রাফি শিখে এসএসসির পরীক্ষায় পাশ করলে কেন্দ্রীয় সরকারের পে লেভেল 4 অনুসারে বেতন দেওয়া হয়ে থাকে।

স্টেনোগ্রাফারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা

কেবলমাত্র উচ্চ মাধ্যমিকের পরেই স্টেনোগ্রাফির কোর্স করা যায়।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

WhatsApp Group Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ANM, GNM পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হলো! যোগ্যতা কী লাগবে, লাস্ট ডেট কবে?

👉 ফুড SI পরীক্ষায় দুর্নীতি, আবার কী নেওয়া হবে পরীক্ষা?

👉 আধার দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি, ৪৭ হাজার ৬০০ টাকা মাসিক বেতন

👉 NCB তে সাব ইন্সপেক্টর পদে চাকরি! মোট শূন্যপদ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 WBPSC Food SI Question Paper 2024 | ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র ২০২৪ পিডিএফ

Previous articleANM, GNM পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হলো! যোগ্যতা কী লাগবে, লাস্ট ডেট কবে?
Next articleরাজ্যের বিভিন্ন ভোকেশনাল স্কুলে শিক্ষক নিয়োগ, ৫০০ টির বেশি শূন্যপদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here