আধার দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি, ৪৭ হাজার ৬০০ টাকা মাসিক বেতন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ, আধার অফিসে তিন ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে, দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনে। শূন্যপদ গুলির ব্যাপারে আরও বিস্তারিত জেনে নিন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশের তারিখ- 15.03.2024

যে পদে নিয়োগ করা হবে

1. অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট অফিসার

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের পে স্কেল 7-এ বেতন দেওয়া হয় এমন কোনো সেন্ট্রাল গর্ভমেন্ট পোস্টে তিন বছর বা তার বেশি কর্মরত থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অথবা MBA ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা- 56 বছরের নীচে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 47,600 – 1,51,100 টাকা বেতন দেওয়া হবে।

2. প্রাইভেট সেক্রেটারি

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের পে স্কেল 7-এ বেতন দেওয়া হয় এমন কোনো সেন্ট্রাল গর্ভমেন্ট পোস্টে তিন বছর বা তার বেশি কর্মরত থাকতে হবে। জানতে হবে স্টেনোগ্রাফিও।

বয়সসীমা- 56 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 47,600 – 1,51,100 টাকা বেতন দেওয়া হবে।

3. সেকশন অফিসার

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের পে স্কেল 7-এ বেতন দেওয়া হয় এমন কোনো সেন্ট্রাল গর্ভমেন্ট পোস্টে তিন বছর বা তার বেশি কর্মরত থাকতে হবে।

বয়সসীমা- 56 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 47,600 – 1,51,100 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ডেপুটেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

Director (HR), Unique
Identification Authority of India, Aadhaar Complex, NTI Layout, Tata Nagar, Kodigehalli,
Technology Centre, Bengaluru- 560092

গুরুত্বপূর্ণ তারিখ

15.05.2024 তারিখের মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 NCB তে সাব ইন্সপেক্টর পদে চাকরি! মোট শূন্যপদ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 WBPSC Food SI Question Paper 2024 | ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র ২০২৪ পিডিএফ

👉 রাজ্যের কলেজ সার্ভিস কমিশনে লাইব্রেরিয়ান নিয়োগ, ২০ এপ্রিল অবধি আবেদন চলবে

👉 ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এক্সিকিউটিভ নিয়োগ, ৩০ হাজার টাকা মাসিক বেতন

👉 আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 WBP পুলিশে ১৬,৮৩৪ শূন্যপদের ফর্ম ফিলাপ! সবার জন্য নতুন নোটিশ প্রকাশিত হলো

Leave a Comment