ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এক্সিকিউটিভ নিয়োগ, ৩০ হাজার টাকা মাসিক বেতন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে এখানে। দেশের মোট 13 টি রাজ্য, অর্থাৎ, Bihar, Delhi, Gujarat, Haryana, Jharkhand, Karnataka, Madhya Pradesh, Maharashtra, Odisha, Punjab, Rajasthan, Tamil Nadu এবং Uttar Pradesh এ নিয়োগ হবে।

প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

এক্সিকিউটিভ / Executive

শূন্যপদ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

47 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

কেবলমাত্র গ্র্যাজুয়েট হলেই এখানে আবেদন করা যাবে। সাথে সেলসে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম

নিয়োগ পাওয়ার পরেই মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

নিয়োগের সময়সীমা

প্রথমে 1 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীতে তা আরও দুই বছর বাড়িয়ে দেওয়া হতে পারে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.ippbonline.com. ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য 

SC / ST/ PwBD প্রার্থীদের জন্য 150 টাকা, GEN / OBC / EWS প্রার্থীদের জন্য 750 আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন করার শেষ দিন 05.04.2024 তারিখের 11.59 PM

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 WBP পুলিশে ১৬,৮৩৪ শূন্যপদের ফর্ম ফিলাপ! সবার জন্য নতুন নোটিশ প্রকাশিত হলো

👉 ফুড SI পরীক্ষার কাট অফ কত হতে পারে? কত পেলে পাশ?

👉 কেন্দ্রীয় বাহিনীর বঙ্গ কোটার ৫০০০ জনের চাকরি যাবে, বিজ্ঞপ্তি দিতেই হট্টগোল শুরু

👉 রাজ্যকে দ্রুত নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট, PSC এর সমস্ত নিয়োগ স্বচ্ছ চাই

Leave a Comment