রাজ্যের কলেজ সার্ভিস কমিশনে লাইব্রেরিয়ান নিয়োগ, ২০ এপ্রিল অবধি আবেদন চলবে

State College Service Commission Librarian Recruitment 2024
WhatsApp Group Join Now

রাজ্যের কলেজ সার্ভিস কমিশনে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে নিয়োগ। নিয়োগ সম্পর্কে বিশদভাবে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 1/2024

যে পদে নিয়োগ করা হবে

লাইব্রেরিয়ান

শূন্যপদ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য, প্রার্থীদের দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় লাইব্রেরী এবং ইনফরমেশন সাইন্সে মাস্টার্স ডিগ্রী সম্পূর্ণ করে থাকতে হবে। সাথে 55% নম্বরও পেতে হবে। NET পরীক্ষা পাশ অথবা PhD ডিগ্রিও চাওয়া হয়েছে এখানে।

বয়সসীমা

40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন

এখানে প্রার্থীদের 7th CPC এর পে লেভেল 10 দ্বারা শুরুতেই 57,700 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

WhatsApp Group Join Now

কেবলমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.wbcsconline.in এই ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR দের 2000 টাকা এবং বাকি প্রার্থীদের 1000 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

20/04/2024 তারিখ এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 WBP পুলিশে ১৬,৮৩৪ শূন্যপদের ফর্ম ফিলাপ! সবার জন্য নতুন নোটিশ প্রকাশিত হলো

👉 ফুড SI পরীক্ষার কাট অফ কত হতে পারে? কত পেলে পাশ?

👉 কেন্দ্রীয় বাহিনীর বঙ্গ কোটার ৫০০০ জনের চাকরি যাবে, বিজ্ঞপ্তি দিতেই হট্টগোল শুরু

👉 রাজ্যকে দ্রুত নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট, PSC এর সমস্ত নিয়োগ স্বচ্ছ চাই

Previous articleইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এক্সিকিউটিভ নিয়োগ, ৩০ হাজার টাকা মাসিক বেতন
Next articleWBPSC Food SI Question Paper 2024 | ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র ২০২৪ পিডিএফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here