WBP পুলিশে ১৬,৮৩৪ শূন্যপদের ফর্ম ফিলাপ! সবার জন্য নতুন নোটিশ প্রকাশিত হলো

16,834 vacancy forms filled in WBP police! New notice published for all
WhatsApp Group Join Now

বিশাল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে রাজ্য পুলিশেপুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বর্তমানে কলকাতা পুলিশে কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে। আবেদন জানানোর সময় যদি কোনও রকম ভুল করে ফেলেন আবেদনকারী, সেক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নেই।

কারণ পুলিশ বোর্ডের তরফে জানানো হয়েছে, আবেদনের সময়সীমা শেষ হলে, এডিটিং উইন্ডো চালু করা হবে। সেখানে খুব সহজেই আবেদনকারীরা নিজেদের ফর্মে ভুল থাকলে তা সংশোধন করে নিতে পারবেন। আরও একবার, নিয়োগের ব্যাপারে জেনে নেওয়া যাক।

1. কলকাতা পুলিশ (কনস্টেবল)

শূন্যপদ- এখানে মোট 3734 টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে পুরুষদের মধ্যে 3464 টি এবং মহিলাদের জন্য 270 টি পদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সাথে পুরুষ প্রার্থীদের নূন্যতম উচ্চতা হতে হবে 167 cms এবং মহিলাদের নূন্যতম উচ্চতা হতে হবে 160 cms। যদিও ST এবং আরও কিছু প্রার্থীদের জন্য উচ্চতার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এছাড়াও শারীরিক ভাবে সক্ষম হতে হবে। জানতে হবে বাংলা অথবা নেপালি ভাষাও।

বয়সসীমা- 18 থেকে 27 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন- নির্বাচিত প্রার্থীদের 22,700/ – 58,500/ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি- প্রিলিমিনারি পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, ফাইনাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের (15 নম্বর) মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

2. ওয়েস্ট বেঙ্গল পুলিশ (কনস্টেবল)

শূন্যপদ- শূন্যপদের সংখ্যা বাড়িয়ে 11,749 টি শূন্যপদ করা হয়েছে।

যোগ্যতা- চাকরিপ্রার্থীরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। সাথে বাঙলা অথবা নেপালি ভাষাতে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা- প্রার্থীদের বয়স 18 থেকে 30 এর মধ্যে হতে হবে। তবে,

তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। একই সুযোগ পাবেন কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলান্টিয়াররা। তাঁরা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

33 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী অর্থাৎ, ওবিসি-এ এবং ওবিসি-বি সহ তৃতীয় লিঙ্গের প্রার্থীরা।

WhatsApp Group Join Now

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://prb.wb.gov.in অথবা https://wbpolice.gov.in অথবা http://wbcorrectionalservices.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। পাসপোর্ট ছবি এবং সাক্ষর সঠিক ভাবে আপলোড করার পরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

সমস্ত প্রার্থীদের 193 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। কেবল SC, ST, প্রার্থীদের 43 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের সময়সীমা

প্রথম পদের জন্য-

আবেদন শুরু: 01.03.2024 (00:01 hrs.)

আবেদন শেষ: 29.03.2024 (23:59 hrs.)

দ্বিতীয় পদের জন্য-

আবেদন শুরু: 07/03/2024 তারিখে।

আবেদন শেষ: 05/04/2024 তারিখে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 কেন্দ্রীয় বাহিনীর বঙ্গ কোটার ৫০০০ জনের চাকরি যাবে, বিজ্ঞপ্তি দিতেই হট্টগোল শুরু

👉 রাজ্যকে দ্রুত নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট, PSC এর সমস্ত নিয়োগ স্বচ্ছ চাই

👉 ৫৫০ শূন্যপদে রেল কোচ ফ্যাক্টারিতে নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরি

👉 খাদ্য দপ্তরে DEO ও MTS পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 কলকাতা পুলিশ কনস্টেবলদের দ্রুত নিয়োগ, রাজ্যের এই ৩ জায়গায় চলছে ট্রেনিং

Previous articleফুড SI পরীক্ষার কাট অফ কত হতে পারে? কত পেলে পাশ?
Next articleআপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here