ANM, GNM পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হলো! যোগ্যতা কী লাগবে, লাস্ট ডেট কবে?

ANM, GNM exam form filling has started! What qualifications will be required, when is the last date?
WhatsApp Group Join Now

উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যেসব পড়ুয়ারা নার্সিং পড়তে চান, তাদের জন্য, ANM ও GNM পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ এন্ট্রান্স পরীক্ষা। প্রতি বছর কয়েক লক্ষ পড়ুয়া এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন নার্সিং কলেজগুলিতে ভর্তি হয়ে থাকেন। 2024 সালের ANM GNM পরীক্ষার পূর্ণাঙ্গ বিবরণ এখানে তুলে ধরা হল।

ANM, GNM পরীক্ষা কবে?

পরীক্ষার নেওয়া হবে আগামী 14 জুলাই 2024 তারিখ, রবিবার। এই পরীক্ষাটি শুরু হবে দুপুর 12 টায় এবং শেষ হবে 1 টা বেজে 30 মিনিটে।

ANM, GNM পরীক্ষার সিলেবাস কী?

এই পরীক্ষাতে মোট 6 টি বিষয় অর্থাৎ, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং লজিক্যাল রিজিনিং বিষয় থেকে প্রশ্ন থাকে। মোট 100 টি প্রশ্ন থাকে যার পূর্ণ মান হল 115। এই পরীক্ষায় 0.25 করে নেগেটিভ মার্কিং আছে।

ANM, GNM এর ক্ষেত্রে কী যোগ্যতা প্রয়োজন?

আবেদন করার জন্য, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একইভাবে 31 জুলাই 2024 তারিখ অনুযায়ী অংশগ্রহণকারীর বয়স ন্যূনতম 17 বছর হতে হবে।

ANM, GNM পরীক্ষার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে?

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড -এর আয়োজিত ANM(R) & GNM-2024 এন্ট্রান্স পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে , অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড -এর অফিসিয়াল ওয়েবসাইট মারফৎ আবেদন জানাতে পারেবন পরীক্ষার্থীরা। আবেদন জানানোর পদ্ধতি জেনে নিন।

1. সবার প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড -এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।এরপর WB ANM GNM Online Form 2024 অথবা WB ANM GNM Online Registration Form 2024 লেখা অপশনে ক্লিক করতে হবে।

2. একে একে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, ইত্যাদি শশধর তথ্যগুলি পূরণ করতে হবে।

3. নিজের যাবতীয় তথ্য পূরণ করার পর শেষ শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, সাম্প্রতিক রঙিন ছবি, পরিচ্ছন্ন স্বাক্ষর সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

4. সব শেষ হলে, নির্দেশ অনুযায়ী পদ্ধতি অবলম্বন করে আবেদন ফি জমা করতে হবে।

WhatsApp Group Join Now

5. আবেদন ফি জমা হওয়ার কনফার্মেশন পাওয়ার পর আবেদনপত্র সাবমিট করেযদিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: 21/03/2024
  • আবেদন শেষ: 21/04/2024
  • অ্যাডমিট কার্ড: 05/07/2024
  • পরীক্ষার তারিখ: 14/07/2024

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 NCB তে সাব ইন্সপেক্টর পদে চাকরি! মোট শূন্যপদ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 WBPSC Food SI Question Paper 2024 | ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র ২০২৪ পিডিএফ

👉 রাজ্যের কলেজ সার্ভিস কমিশনে লাইব্রেরিয়ান নিয়োগ, ২০ এপ্রিল অবধি আবেদন চলবে

👉 ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এক্সিকিউটিভ নিয়োগ, ৩০ হাজার টাকা মাসিক বেতন

👉 আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 WBP পুলিশে ১৬,৮৩৪ শূন্যপদের ফর্ম ফিলাপ! সবার জন্য নতুন নোটিশ প্রকাশিত হলো

Previous articleফুড SI পরীক্ষায় দুর্নীতি, আবার কী নেওয়া হবে পরীক্ষা?
Next articleStenography in Bengali: স্টেনোগ্রাফি চাকরি কী? কী কাজ করতে হয়, যোগ্যতা কী লাগে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here