জেল পুলিশের কাজ কি? মাসিক বেতন, ছুটির পরিমান, ট্রেনিং- সব কিছু জেনে নিন

WBP Warder Jail Police Job Details in Bengali
WhatsApp Group Join Now

মাধ্যমিক পাশে যারা পশ্চিমবঙ্গ পুলিশের আরামের চাকরি করতে চান তাদের জন্য জেল পুলিশের (WBP Warder Jail Police) চাকরিটি পারফেক্ট। রাজ্যের অনেক চাকরিপ্রার্থীরাই জেল পুলিশের চাকরির জন্য কি ডিউটি অর্থাৎ কি কাজ করতে হয়, কতক্ষণ ডিউটি করতে হয়, ট্রেনিং কতদিন এবং কোথায় কোথায় ট্রেনিং হয় ইত্যাদি বিষয়গুলি জানেন না।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেল পুলিশের কাজ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালো করে জানানোর চেষ্টা করবো। 

জেল পুলিশের শিক্ষাগত যোগ্যতা (WBP Jail Police Educational Qualification)

রাজ্য বা কেন্দ্র সরকারের যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করা থাকলেই জেল পুলিশের চাকরির জন্য আবেদন করা যায়। 

জেল পুলিশের মাসিক বেতন (WBP Jail Police Salary)

জেল পুলিশের বেসিক বেতন ২২,৭০০ টাকা। এর সাথে হোম রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, রেশন এলাউন্স ইত্যাদি পাওয়া যায়।

তবে WBP কনস্টেবল এর চাকরির ক্ষেত্রে যে অতিরিক্ত দুই মাসের বেতন দেওয়া হয় (13th Pay) সেটি জেল পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 

জেল পুলিশের ডিউটির সময়সীমা (WBP Jail Police Duty Time)

জেল পুলিশে তিনটে শিফটে ডিউটি হয়ে থাকে- 

  • মর্নিং শিফট: সকাল ৬.০০ টা থেকে দুপুর ২.০০ টো পর্যন্ত।
  • ইভিনিং শিফট: দুপুর ২.০০ টো থেকে রাত্রি ১০.০০ টা পর্যন্ত।
  • নাইট শিফট: রাত ১০.০০ টা থেকে সকাল ৬.০০ টা পর্যন্ত। 

এই অনুযায়ী একজন জেল পুলিশকে দিনে ৮ ঘন্টা ডিউটি করতেই হবে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। 

জেল পুলিশের কাজ বা ডিউটি (WBP Jail Police Duty)

জেলে একজন জেল পুলিশের বেশ কিছু ডিউটি করার থাকে সেগুলি হল- 

  • জেলের আসামিদের উপর নজরদারি চালানো।
  • জেল থেকে আসামিকে কোর্টে নিয়ে যাওয়া।
  • আসামির মেডিকেল করানো।
  • জেলের মধ্যে কোন আসামী যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে তা দেখা। 
  • জেলের মধ্যে কোন আসামী অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা বা হাসপাতালে নিয়ে যাওয়া ইত্যাদি। 

জেলে পুরুষ আসামিদের সেকশনে পুরুষদের নিয়োগ করা হয় আর মহিলা আসামিদের সেকশনে মহিলা জেল পুলিশদের নিয়োগ করা হয়। 

জেল পুলিশের ছুটি (WBP Jail Police Leave)

একজন জেল পুলিশ দিনে ৮ ঘন্টা ডিউটির পর বাকি সময় রেস্টে থাকে। এক কথায় বলতে গেলে আট ঘন্টা ডিউটির পর ওই দিনে একজন জেল পুলিশকে আর কোনো ডিউটি করতে হয় না, খুব এমারজেন্সি নাহলে। 

৫ দিন একটানা ডিউটি করার পর একজন জেল পুলিশ ১ দিন ছুটি পায়।

জেল পুলিশের ট্রেনিং (WBP Jail Police Training)

এক থেকে দু মাসের ট্রেনিং এর পর জেল পুলিশদের পশ্চিমবঙ্গের যেকোনো জেলার জেলের নির্দিষ্ট সেকশনে নিয়োগ করা হয়। 

জেল পুলিশের ট্রেনিংয়ের স্থান (WBP Jail Police Training Location)

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জেল পুলিশের ট্রেনিং হয় যেমন বারুইপুর, নর্থ দমদম, ব্যারাকপুর ইত্যাদি। 

জেল পুলিশের পোস্টিং (WBP Jail Police Posting)

ট্রেনিং শেষে প্রথমে জেল পুলিশদের অন্য কোন জেলায় পোস্টিং দেওয়া হয়। পাঁচ থেকে ছয় বছরের সার্ভিস করার পর একজন জেল পুলিশ তাদের নিজের জেলাতে পোস্টিং নিতে পারে। 

WhatsApp Group Join Now

জেল পুলিশের প্রমোশন (WBP Jail Police Promotion)

জেল পুলিশের প্রমোশনের নিয়ম ঠিক WBP কনস্টেবল এর চাকরির মতোই। এখানে পাঁচ বছর সার্ভিস অর্থাৎ চাকরি করার পরেই প্রমোশনের জন্য আবেদন করা যায়।

সবশেষে,  

আজকের এই ‘জেল পুলিশের কি কি কাজ করতে হয়’ টপিকে লেখা আর্টিকেলটি এখানেই শেষ হলো। আশা করছি জেল পুলিশ সম্পর্কিত এই সমস্ত তথ্য গুলির মধ্য অনেক কিছুই আপনার অজানা ছিল। আপনি যদি আজকের জানানো তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন তবে তা আপনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধবদের সাথে এটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। 

বিঃদ্রঃ চাকরি ও নতুন নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের কাজকর্ম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 জেল পুলিশ নিয়োগ ২০২৩- আবেদন করুন

👉 মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়?

👉 উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে?

👉 BDO কিভাবে হওয়া যায়? BDO-র মাসিক বেতন কত?

👉 ED কিভাবে হওয়া যায়? ইডি অফিসারের কাজ, মাসিক বেতন

👉 আবগারি পুলিশ কিভাবে হওয়া যায়?

Previous articlePohela Boishakh: বাঙালীরা পহেলা বৈশাখ কেন পালন করে? জানুন এই দিনটির গুরুত্বপূর্ণ ইতিহাস
Next articleফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত, ট্রেনিং, প্রমোশন কিভাবে হয় জানুন | WB Food SI Duty and Job Details

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here