ফুড SI বুক লিস্ট ২০২৩ | WBPSC Food SI Book List 2023

WBPSC Food SI Book List
WhatsApp Group Join Now

যেকোনো চাকরির পরীক্ষার মতো Food SI Exam 2023 পাশ করতে গেলেও এর সিলেবাস সম্পর্কে সঠিক ধারনার পাশাপাশি কোন কোন বই পড়তে হবে তাও জানা জরুরী। তাই আজকে আমরা WBPSC Food SI Booklist 2023 নিয়ে এই আর্টিকেলে আলোচনা করবো।

প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যেকোনো একটি বই পড়ে কখনই ফুড এসআই পরীক্ষা পাশ করা সম্ভব না। কেননা একটা বইয়ে সমস্ত তথ্য থাকে না। তাই প্রয়োজন অনুযায়ী একের বেশি বই জোগাড় করে আপনাকে প্রস্তুতি নিতে হবে। 

WB Food SI Book List 2023

Food SI পরীক্ষাটি মোট ১০০ নম্বরের MCQ আকারের হবে, যার জন্য সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট বা ৯০ মিনিট। এখানে ৫০ নম্বরের জেনারেল স্টাডিজ থেকে এবং ৫০ নম্বর মাধ্যমিক লেভেলের পাটিগণিত থেকে প্রশ্ন আসবে।

তাই আমাদের পাটিগণিত তথা গণিতের জন্য এবং জেনারেল স্টাডিজ অর্থাৎ ভালো কোনো জিকের বই পড়তে হবে। সেইসাথে নিজের প্রস্তুতি যাচাই করতে এবং মক টেস্ট দিতে Food SI প্র্যাকটিস সেট এর বইও নিতে হবে। 

WBPSC Food SI Best Book List 2023

নিচে ছকের আকারে ফুড এসআই এর জন্য দরকারি বইগুলির নাম লিখে দেওয়া হয়েছে।

WB Food SI Book List 2023
বিষয় বইয়ের নাম
গণিত (1) Competitive Mathematics Challenger (সুবীর দাস, ছায়া প্রকাশনী)। 

(2) Quantitative Aptitude for Competitive Examinations- বাংলা (ডঃ আর.এস.আগরওয়াল)

জেনারেল স্টাডিজ (3) WBCS General Studies Manual- বাংলা (নীতিন সিংঘানিয়া)

(4) General Knowledge 2024 (তরুন গোয়েল)

প্র্যাকটিস সেট (5) Food & Supply Sub – Inspector (তপতী পাবলিশার্স) 

বিঃদ্রঃ চাকরি ও নতুন নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের কাজকর্ম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 WBPSC ফুড SI সিলেবাস বাংলা

👉 WBPSC Food SI 2023- Apply Now

👉 ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত

👉 WBPSC Food SI Question Paper Download

WhatsApp Group Join Now
Previous articleWBPSC Food SI Full Syllabus 2023, Exam Pattern Details
Next articleফুড SI বিগত বছরের প্রশ্নপত্র PDF | WBPSC Food SI Previous Year Question Paper PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here