WBP Constable Full Syllabus 2022 || WBP কনস্টেবল সিলেবাস, শারীরিক মাপ, নিয়োগের পদ্ধতি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পোষ্টে চাকরির জন্য যে পরীক্ষা হয় তার সম্পূর্ন সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শারীরিক মাপ সম্পর্কে আজ আপনারা জানতে পারবেন।

মোট পাঁচটি স্টেপ বা ধাপের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এগুলি হলঃ

প্রথম ধাপঃ  প্রিলিমিনারি পরীক্ষা (100 নম্বরের MCQ)

দ্বিতীয় ধাপঃ  শারীরিক মাপের পরীক্ষা বা Physical Measurement Test    

তৃতীয় ধাপঃ  শারীরিক দক্ষতার পরীক্ষা বা Physical Efficiency Test

চতুর্থ ধাপঃ  মেন পরীক্ষা (85 নম্বর)

পঞ্চম ধাপঃ  ইন্টারভিউ (15 নম্বর)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

>উপরের প্রথম চারটি ধাপের পরীক্ষায় পরপর পাশ করলে পঞ্চম ধাপে ইন্টারভিউ এর জন্য চাকরী প্রার্থীকে ডাকা হয়।  

>নীচে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার সিলেবাস উল্লেখ করা হল। তারপর Physical Measurement Test বা শারীরিক মাপের পরীক্ষা এবং Physical Efficiency Test বা শারীরিক দক্ষতার পরীক্ষা সম্পর্কে আচোলনা করা হল।

চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here

WBP Constable Preliminary Exam Syllabus

এক্ষেত্রে মোট 100 নম্বরের MCQ প্রশ্নের পরীক্ষা হবে। বাংলা এবং নেপালি দুটো ভাষাতেই প্রশ্ন করা হয়। মোট সময় থাকবে 1 ঘন্টা।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসঃ

১. জেনারেল নলেজ (সাধারণ জ্ঞান) এবং জেনারেল অ্যাওয়ারনেস- 50

  1. গণিত (মাধ্যমিক লেভেল)- 30

৩. রিজনিং- 20

WBP Constable Main Exam Syllabus 

প্রিলিমিনারি পরীক্ষা, Physical Measurement Test এবং Physical Efficiency Test যারা পাশ করবে শুধুমাত্র তারাই মেন পরীক্ষা দিতে পাবে। মোট নম্বর 85 এবং সময় সীমা থাকবে 1 ঘন্টা।

মেন পরীক্ষার সিলেবাসঃ  

১. জেনারেল নলেজ (সাধারণ জ্ঞান) এবং জেনারেল অ্যাওয়ারনেস- 25

২. ইংরেজি- 25

৩. গণিত (মাধ্যমিক লেভেলের)-20

৪. লজিক্যাল অ্যানালাইলিস ও রিজোনিং-15

Physical Measurement Test বা শারীরিক মাপের পরীক্ষাঃ 

পুরুষ কন্সটেবলের ক্ষেত্রেঃ

১. উচ্চতা হতে হবে মিনিমাম 167 সেন্টিমিটার, ওজন হতে হতে হবে 57 কেজি, বুকের ছাতির মাপ হতে হবে 78 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ছাতি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। (ST, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস বাদে সকলের ক্ষেত্রে)

২. ST, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস শ্রেনির আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে মিনিমাম 160 সেন্টিমিটার, ওজন হতে হতে হবে 53 কেজি, বুকের ছাতির মাপ হতে হবে 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ছাতি ফোলানোর ক্ষমতা।

লেডি বা মহিলা কন্সটেবলের ক্ষেত্রেঃ 

১. উচ্চতা হতে হবে মিনিমাম 160 সেন্টিমিটার, ওজন হতে হতে হবে 49 কেজি।(ST, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস বাদে সকলের ক্ষেত্রে)

২. ST, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস শ্রেনির আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে মিনিমাম 152 সেন্টিমিটার, ওজন হতে হতে হবে 45 কেজি।

Physical Efficiency Test বা শারীরিক দক্ষতার পরীক্ষাঃ

১. কনস্টেবল (পুরুষ) এর ক্ষেত্রে এই ধাপে 6 মিনিট 30 সেকেন্ড সময়ের মধ্যে 1600 মিটার দৌড়োতে হবে।

২. লেডি কনস্টেবলের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড়ে অতিক্রম করতে হবে। 

>মেন পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ে (85+15=100) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বানানো হয়। ঐ লিস্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। 

Leave a Comment