রাজ্যে সিভিক পুলিশ নিয়োগ 2022 | সিভিক পুলিশ বেতন, শুন্যপদ, শিক্ষাগত যোগ্যতা

Kolkata Police Civic Volunteer Recruitment 2022
WhatsApp Group Join Now

সিভিক পুলিশ ভলেন্টিয়ার কবে নিয়োগ করা হবে? স্যার, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হলে অবশ্যই জানাবেন। এমন কথা অনেকেই আমাদের জানিয়েছিল। তাদের জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগের দারুন একটি আপডেট।

কোলকাতা পুলিশে সিভিক পুলিশ ভলেন্টিয়ার নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিশ (নিয়োগ বিজ্ঞপ্তি) প্রকাশিত হল। সিভিক ভলেন্টিয়ার পদে শুন্যপদ থাকায় এই নোটিশ পাবলিশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

অষ্টম শ্রেনি পাশ করলেই আবেদন করা যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কাছে একটাই অনুরোধ নিয়োগের বিষয়ে সব কিছু জেনে তারপর আবেদন করবেন। বিস্তারিত নিচে জানানো হয়েছে।

Kolkata Police Civic Police Volunteer Recruitment

Kolkata Police Civic Volunteer Recruitment 2022

নোটিশ নম্বরঃ  FRC/ENROL/01/2022

নোটিশ প্রকাশের তারিখঃ  19 এপ্রিল 2022

আবেদনের মাধ্যমঃ  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নামঃ  সিভিক পুলিশ ভলেন্টিয়ার (Civic Police Volunteer)

সিভিক পুলিশ ভলেন্টিয়ার বয়সসীমাঃ 

আবেদনকারীর বয়স 20 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।  

সিভিক পুলিশ বেতন 2022 (Civic Police Salary 2022)

বর্তমানে সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের প্রতি মাসে 9,000 টাকা করে বেতন দেওয়া হয়। 

সিভিক পুলিশ ভলেন্টিয়ার শুন্যপদঃ 

মোট 30 টি শুন্যপদে কোলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। 

সিভিক পুলিশ ভলেন্টিয়ার শিক্ষাগত যোগ্যতাঃ 

অষ্টম শ্রেণি পাশ করা থাকলেই সিভিক ভলেন্টিয়ার চাকরির জন্য আবেদন করা যাবে।

সিভিক পুলিশ ভলেন্টিয়ার অন্যান্য যোগ্যতাঃ  

(1) Kolkata Police jurisdiction- এর বাসিন্দা হতে হবে।

(2) আবেদনকারীর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না, থাকলে আবেদন করতে পারবেন না। 

WhatsApp Group Join Now

(3) শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং ফিট হতে হবে। 

সিভিক পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়াঃ 

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তিন জন সদস্যের নিয়োগ কমিটির মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। 

সিভিক পুলিশ ভলেন্টিয়ার আবেদন প্রক্রিয়াঃ

অফলাইনে ফর্ম ফিল আপ এবং জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি কোলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আমাদের এই পেজের নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার পর নোটিশের তিন নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ফর্মটি আবেদনকারীর সঠিক তথ্য দিয়ে পুরন করতে হবে। তারপর ফর্মের সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।

এরপর সমস্ত কাগজগুলি একসাথে সেটে দিয়ে একটি খামে ভরতে হবে। খামের উপর লিখতে হবে- “APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER”। সবকিছু ঠিকঠাক করে আবেদনপত্র সহ ঐ খামটি একটি ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ  

Office of the Deputy Commissioner of Police, Central Division, Kolkata Police at 138, S. N. Banerjee Road, Kolkata 700013.

সিভিক পুলিশ ভলেন্টিয়ার আবেদন ফিঃ 

সিভিক ভলেন্টিয়ার পদে চাকরির আবেদন করার জন্য টাকা লাগছে না। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  19.04.2022
আবেদন শুরু  19.04.2022
আবেদন শেষ 26.04.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট- 

Previous articleআইপিএস (IPS) অফিসার কিভাবে হওয়া যায় | IPS অফিসারের বেতন, কাজ, যোগ্যতা
Next articleউচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে | HS Pass Jobs in West Bengal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here