রাজ্যের জলদপ্তরে বিভিন্ন পোষ্টে শুন্যপদ থাকায় নিয়োগ করা হবে। একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হচ্ছে বাঁকুড়া জেলার ওয়াটারশেড সেল কাম ডাটা সেন্টারে।
বাঁকুড়া জেলাতে নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে।
এইবার আমরা জেনে নেবো, ঠিক কোন কোন পদে নিয়োগ করা হবে, পদ অনুযায়ী শুন্যপদের সংখ্যা, মাসিক বেতন, বয়সসীমা এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই সমস্ত বিষয়ে।
নোটিশ মেমো নম্বরঃ 69/(51)/WCDC/BNK/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 08.04.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত বিষয় (Post Details)
(1) পদের নাম- Technical Expert (Livelihood)
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- Agriculture/ Horticulture/ Animal Husbandry Forestry- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- WDT (Engineering)
বেতন- প্রতি মাসে ১০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- Civil Engineering/ Agriculture Engineering/ Hydrology- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকতে হবে।
শুন্যপদ- 6 টি
(3) পদের নাম- WDT (Livelihood)
বেতন- প্রতি মাসে ১০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- Agriculture/ Forestry/ Plant Science/ Animal Science- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 6 টি
(4) পদের নাম- WDT (Social Welfare)
বেতন- প্রতি মাসে ১০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- Rural Development/ Social Welfare/ Social Science/ Agriculture Economics- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 6 টি
(5) পদের নাম- WDT (Micro Enterprises)
বেতন- প্রতি মাসে ১০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- Commerce/ Economics/ Rural Management- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে গ্র্যাজুয়েট হতে হবে।
শুন্যপদ- 6 টি
বয়সসীমাঃ প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 65 বছরের কম থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
আবেদন প্রক্রিয়াঃ
> WCDC বাঁকুড়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না।
> আবেদনকারীদের সুবিধার জন্য নিচে আবেদন করার লিংক দেওয়া রয়েছে। ঐ লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।
> লিংকে ক্লিক করে পেজ খুললে ‘Click here for fresh application’ লেখার উপর ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন করে নিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করে নিতে হবে।
> আবেদন করার সময় দরকারি কিছু ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 08.04.2022 |
আবেদন শুরু | 12.04.2022 |
আবেদন শেষ | 26.04.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-