SSC GD Constable Recruitment 2021 || ২৫ হাজার শুন্যপদে জিডি কনস্টেবল নিয়োগ: শারীরিক মাপ, বেতন

SSC GD Constable Recruitment 2021

দীর্ঘ অপেক্ষার পর SSC GD Constable 2021 এর অফিসিয়াল নোটিশ প্রকাশিত হল। বিভিন্ন পোষ্টে মোট 25 হাজার 271 টি শুন্যপদে এই বিশাল নিয়োগটি করা হবে। মাধ্যমিক পাশ যোগ্যতায় ভারতের সমস্ত  রাজ্য থেকে এমনকি পশ্চিমবঙ্গ থেকেও ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে। 

SSC GD Constable এ ঠিক কোন কোন পোষ্টের ক্ষেত্রে আবেদন করা যাবে, বেতন কত, শারীরিক মাপ কি লাগবে, বয়সসীমা কত- এই সমস্ত যোগ্যতার বিষয়গুলি এবং অন্যান্য তথ্য আজ আপনারা বিস্তারে জানবেন।

SSC GD Constable Recruitment 2021: 

গুরুত্বপূর্ন তারিখঃ
আবেদন শুরু 17.07.2021
আবেদন শেষ 31.08.2021
অনলাইনে আবেদন ফি জমার শেষ তারিখ 02.09.2021
অফলাইনে আবেদন ফি জমার শেষ তারিখ 04.09.2021
কম্পিউটার বেসড পরীক্ষা পরে জানানো হবে

SSC GD Constable Posts (পোষ্ট গুলির নাম): 

জিডি কন্সটেবল-এ যেসমস্ত পোষ্টে নিয়োগ করা হবে সেগুলি হল-

  • BSF (Border Security Force)
  • CISF (Central Industrial Security Force)
  • SSB (Sashastra Seema Bal)
  • ITBP (Indo-Tibetan Border Police)
  • AR (Assam Rifles)
  • SSF (Secretariat Security Force)

SSC GD Constable Salary (বেতন):    

পে লেভেল 3 অনুযায়ী মাসিক বেতন 21,700 থেকে 69,100 টাকা।

SSC GD Constable Vacancy (শুন্যপদ): 

  • পোষ্ট অনুযায়ী শুন্যপদ (পুরুষ)-

(1) BSF- 6413 টি (SC-1026,  ST-603, OBC-1453, EWS-641, UR-2690)

(2) CISF- 7610 টি (SC-1133,  ST-786, OBC-1714, EWS-760, UR-3217)

(3) SSB- 3806 টি (SC-604,  ST-314, OBC-892, EWS-380, UR-1616)

(4) ITBP- 1216 টি (SC-177,  ST-131, OBC-250, EWS-95, UR-563)

(5) AR- 3185 টি (SC-391,  ST-508, OBC-615, EWS-317, UR-1354)

(6) SSF- 194 টি (SC-28,  ST-14, OBC-49, EWS-19, UR-84)

  • পোষ্ট অনুযায়ী শুন্যপদ (মহিলা)-

(1) BSF- 1132 টি (SC-176,  ST-110, OBC-255, EWS-113, UR-478)

(2) CISF- 854 টি (SC-128,  ST-86, OBC-193, EWS-88, UR-359)

(3) ITBP- 215 টি (SC-28,  ST-20, OBC-42, EWS-8, UR-117)

(4) AR- 600 টি (SC-71,  ST-99, OBC-115, EWS-60, UR-225)

(5) SSF- 46 টি (SC-7,  ST-3, OBC-11, EWS-4, UR-21)

মোট শুন্যপদঃ  25,271

SSC GD Constable Age limit (বয়স):   

আবেদনকারীর বয়স 18-23 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.08.2021 তারিখ অনুযায়ী। SC, ST-রা 5 বছরের এবং OBC-রা 3 বছরের ছাড় পাবে।

SSC GD Constable Qualification (যোগ্যতা):   

মাধ্যমিক পাশ হয়ে থাকলেই চাকরিপ্রার্থীরা উক্ত পোষ্টগুলির জন্য আবেদন করতে পারবে।

SSC GD Constable Application Process (আবেদন প্রক্রিয়া):   

স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ssc.nic.in) গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের প্রথমে মোবাইল নম্বর এবং সঠিক ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সঠিক তথ্য পূরণ করে এবং আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

SSC GD Constable Application Fee (আবেদন ফি):  

100 টাকার আবেদন ফি জমা করতে হবে। ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড-এর মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা করা যাবে। তবে, মহিলা, SC, ST এবং ESM শ্রেনির আবেদনকারীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

SSC GD Constable Exam Centre (পরীক্ষার সেন্টার):

সারা ভারতব্যাপী এই পরীক্ষার সেন্টার আছে। পশ্চিমবঙ্গের- কোলকাতা, হুগলি এবং শিলিগুড়িতে পরীক্ষার সেন্টার হবে।

নিয়োগ প্রক্রিয়াঃ 

পাঁচটি ধাপে SSC GD Constable 2021 এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-

  1. কম্পিউটার বেসড পরীক্ষা (Computer Based Examination)
  2. শারীরিক দক্ষতার পরীক্ষা (Physical Efficiency Test-PET)
  3. শারীরিক মাপের পরীক্ষা (Physical Standard Test-PST)]
  4. মেডিক্যাল পরীক্ষা (Medical Examination)
  5. নথিপত্র যাচাইকরণ (Document Verification)

শারীরিক দক্ষতার পরীক্ষা (Physical Efficiency Test-PET):

শ্রেণি  পুরুষ  মহিলা 
লাদাখ অঞ্চল ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে  8 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিমি. পথ দৌড়ে অতিক্রম করতে হবে। 4 মিনিটে 800 মিটার পথ দৌড়ে অতিক্রম করতে হবে। 
লাদাখ অঞ্চলের আবেদকারীদের ক্ষেত্রে  24 মিনিটে 5 কিমি. পথ দৌড়ে অতিক্রম করতে হবে।  6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিমি. পথ দৌড়ে অতিক্রম করতে হবে। 

শারীরিক মাপ:

  • উচ্চতাঃ 

পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 170 সেন্টিমিটার এবং মেয়েদের উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার। (বিভিন্ন ক্ষেত্রে উচ্চতায় ছাড় রয়েছে, অফিসিয়াল নোটিশের 15 নম্বর পেজে এটি দেওয়া রয়েছে)

  • বুকের মাপঃ

শুধুমাত্র পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে- বুকের মাপ হতে হবে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা।

  • ওজোনঃ

উচ্চতা এবং বয়সের অনুপাতে আবেদনকারীর ওজোন হতে হবে। 

গুরুত্বপূর্ণ লিংক গুলিঃ 

বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।