SSC GD Constable Recruitment 2021
‘SSC GD Constable’ বা জেনেরাল ডিউটি কনস্টেবল 2021 এর নিয়োগ সংক্রান্ত এক গুরুত্বপূর্ন আপডেট পাওয়া যাচ্ছে। GD Constable 2021 এর আবেদন শুরুর এবং শেষ তারিখ প্রকাশিত হল। SSC GD Constable Recruitment 2021.
আজ আপনারা SSC GD Constable 2021 এর আবেদন শুরুর তারিখ জানতে পারবেন। সেইসঙ্গে জানবেন SSC GD Constable এর অধীনে BSF, CRPF সহ আর কোন কোন পোষ্টে নিয়োগ করা হয়।
যারা যারা ভবিষ্যতে কেন্দ্র সরকারের ডিফেন্স-এর পোষ্টে চাকরি করতে চান তাদের ক্ষেত্রে আজকের এই তথ্যটি বেশ সাহায্য করবে বলে আশা করা যায়।
SSC GD Constable 2021 আবেদন শুরু-
25 মার্চ 2021 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে। এই আবেদনের কাজ চলবে 10 মে 2021 তারিখ পর্যন্ত। SSC বা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
মাধ্যমিক পাশ যোগ্যতায় SSC GD Constable এর একাধিক পোষ্টে আবেদন করা যায়।
SSC GD Constable এর অধীনে যেসমস্ত পোষ্ট রয়েছে-
কেন্দ্র সরকারের ডিফেন্সের চাকরি বলতে আমরা BSF, CRPF সহ আরো বেশ কিছু পোষ্টের চাকরিকেই বুঝে থাকি। কিন্তু এগুলি ছাড়াও আরো বিভিন্ন পোষ্ট রয়েছে যেগুলি SSC GD Constable এর অধীনেই নিয়োগ করা হয়। আজ আমরা এগুলি কি কি তা পরপর জানবো।
১. Border Security Force (BSF)–
BSF বা ‘সীমা সুরক্ষা বল’ এর ক্ষেত্রে ভারতের যেসমস্ত জায়গায় বর্ডার রয়েছে যেখানে ডিউটির জন্য পাঠানো হয়। জম্মু কাশ্মীর, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে পোস্টিং করানো হয়।
২. Central Industrial Security Force (CISF)-
ভারতের যতগুলি এয়ারপোর্ট বা বিমান বন্দর রয়েছে এবং যেসমস্ত বড়ো বড়ো শিল্পপ্রতিষ্ঠান রয়েছে সেখানে এই Central Industrial Security Force দের সুরক্ষার কাজে লাগানো হয়।
৩. Central Reserve Police Force (CRPF)-
এরা হচ্ছে ভারত সরকারের সংরক্ষিত বাহিনী। দেশের কোনো জায়গায় দাঙ্গা পরিস্থিতি সামাল দিতে বা ভোটের সময় কোনো ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য এদের ব্যাবহার করা হয়।
৪. Indo Tibetan Border Police (ITBP)-
কেউ যদি অধিক শীতল পরিবেশে মানিয়ে নিতে না পারে তাহলে এই চাকরি তার জন্য নয়। Indo Tibetan Border Police এর ক্ষেত্রে জম্মু কাশ্মীর, উত্তরাখন্ড, আসাম, হিমাচল প্রদেশ এর অধিক উচ্চতার পাহাড়ী অঞ্চলে পোস্টিং দেওয়া হয়ে থাকে।
৫. Sashastra Seema Bal (SSB)-
বিশেষ করে নেপাল এবং ভূটান বর্ডারে যেকোনো ধরনের খারাপ কাজ এবং পাচার রুখতে এদের ব্যাবহার করা হয়ে থাকে। তাছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য যেমন উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, বিহার, সিকিমএ Sashastra Seema Bal এর পোস্টিং দেওয়া হয়।
৬. Assam Rifles-
ভারতের উত্তর-পূর্ব দিকের রাজ্য যেমন আসাম, অরুনাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড সহ বিভিন্ন রাজ্যে Assam Rifles এর পোস্টিং দেওয়া হয়। এক্ষেত্রে বছরে 60 দিন ছুটির ব্যাবস্থাও রয়েছে। এই চাকরিটা ভারতের উত্তর-পূর্ব-এর রাজ্যের বাসিন্দাদের জন্য অধিক উপযোগী।
৭. National Investigation Agency (NIA)-
এটি হচ্ছে কেন্দ্র সরকার পরিচালিত তদন্তকারী সংস্থা।
আজকে আমরা কেন্দ্র সরকারের ডিফেন্সে কোন কোন চাকরি রয়েছে সেগুলি সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম। এক্ষেত্রে আপনার জন্য কোন চাকরিটি অধিক উপযোগী এবং কোনটি করতে আপনি আগ্রহী সেটি বেছে নিয়ে তার জন্য প্রস্তুতি নিতে পারেন।
SSC GD Constable 2021 অফিসিয়াল নোটিশ-
SSC GD Constable 2021 এর নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ এখনো প্রকাশিত হয়নি। খুব শীঘ্রই সেটি প্রকাশিত হবে। আর প্রকাশিত হলেই আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো।
চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here
kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।