Kolkata Police SI Recruitment 2021 | কোলকাতা পুলিশে নিয়োগ- শুন্যপদ, বেতন, শারীরিক মাপ, নিয়োগ প্রক্রিয়া

Kolkata Police SI Recruitment 2021

কোলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে নিয়োগের অফিসিয়াল এবং সম্পূর্ন নোটিশ প্রকাশিত হল। যাতে মোট শুন্যপদের সংখ্যা, শারীরিক মাপ, বেতন সহ সমস্ত তথ্য দেওয়া রয়েছে। আপনাদের জানিয়ে রাখি এই বছর থেকে কোলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে ‘পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রূটমেন্ট বোর্ড’।  

কোলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদের জন্য ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই শুন্যপদ রয়েছে। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য আজ আপনারা জানতে পারবেন।

Kolkata Police SI Recruitment 2021: 

গুরুত্বপূর্ন তারিখ: 

নোটিশ প্রকাশ- 16 জুলাই 2021 তারিখে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে।

আবেদন শুরু- 19 জুলাই 2021 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

আবেদন শেষ- 19 আগস্ট 2021 তারিখ, বিকেল 5 টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের মাধ্যম:  অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।  

পদের নাম:
  • কোলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর
  • কোলকাতা পুলিশ সাব ইন্সপেকট্রেস (মহিলা)
  • কোলকাতা পুলিশ সার্জেন্ট

বেতন:  32,100 থেকে 82,900 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। 

শুন্যপদ:
  • কোলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর- 181 টি (UR-101, SC-41, ST-9, OBCA-19, OBCB-11)
  • কোলকাতা পুলিশ সাব ইন্সপেকট্রেস (মহিলা)- 27 টি (UR-10, SC-10, ST-2, OBCA-2, OBCB-3)
  • কোলকাতা পুলিশ সার্জেন্ট- 122 টি (UR-60, SC-16, ST-25, OBCA-12, OBCB-9)

কোলকাতা পুলিশ বয়সসীমা: 

01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 20-27 বছরের মধ্যে হতে হবে। SC , ST-রা বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের এবং OBC-রা তিন ছাড় পাবে।

কোলকাতা পুলিশ শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে

কোলকাতা পুলিশ অন্যান্য যোগ্যতা:

বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার বাসিন্দাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

কোলকাতা পুলিশ শারীরিক মাপঃ

পদের নাম  শ্রেণি  উচ্চতা বুকের মাপ  ওজোন  
সাব ইন্সপেক্টর  গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং ST বাদে সকল আবেদনকারীর ক্ষেত্রে।  167 সেমি.  79 সেমি. এবং 5 সেমি ফোলানোর ক্ষমতা  56 কেজি 
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং ST আবেদনকারীদের ক্ষেত্রে  160 সেমি.  76 সেমি. এবং 5 সেমি ফোলানোর ক্ষমতা  52 কেজি
সাব ইন্সপেকট্রেস (মহিলা) গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং ST বাদে সকল আবেদনকারীর ক্ষেত্রে।  160 সেমি.  NA 48 কেজি
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং ST আবেদনকারীদের ক্ষেত্রে  155 সেমি.  NA 45 কেজি
সার্জেন্ট  গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং ST বাদে সকল আবেদনকারীর ক্ষেত্রে।  173 সেমি.  86 সেমি. এবং 5 সেমি ফোলানোর ক্ষমতা  60 কেজি
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং ST আবেদনকারীদের ক্ষেত্রে  163 সেমি.  81 সেমি. এবং 5 সেমি ফোলানোর ক্ষমতা  54 কেজি

শারীরিক দক্ষতার পরীক্ষা (মাঠ পরীক্ষা): 

পদের নাম  মাঠ পরীক্ষা 
সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট   3 মিনিটে 800 মিটার পথ দৌড়ে অতিক্রম করতে হবে। 
সাব ইন্সপেকট্রেস (মহিলা) 2 মিনিটে 400 মিটার পথ দৌড়ে অতিক্রম করতে হবে। 

কোলকাতা পুলিশ নিয়োগ প্রক্রিয়া:

নিম্নলিখিত 5 টি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-

  1. প্রিলিমিনারি পরীক্ষা (200 নম্বর)
  2. শারীরিক মাপের পরীক্ষা (Physical Measurement Test-PMT)
  3. শারীরিক দক্ষতার পরীক্ষা (Physical Efficiency Test-PET)
  4. ফাইনাল কমবাইন্ড পরীক্ষা বা মেন পরীক্ষা (200 নম্বর)
  5. পার্সোনালিটি টেস্ট (30 নম্বর)

কোলকাতা পুলিশ আবেদন ফি:

পশ্চিমবঙ্গের SC এবং ST শ্রেণি বাদে সকলের ক্ষেত্রে 270 টাকা আবেদন ফি লাগবে। পশ্চিমবঙ্গের SC এবং ST শ্রেনির আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 20 টাকা।

কোলকাতা পুলিশ আবেদন প্রক্রিয়া: 

পশ্চিমবঙ্গ পুলিশ বা কোলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে (wbpolice.gov.in or kolkatapolice.gov.in) গিয়ে আবেদনকারীরা তাদের ইচ্ছামতো পদের জন্য আবেদন করতে পারবে। 19 জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা এখানে আবেদন করার লিংক আপডেট করে দেবো।

গুরুত্বপূর্ণ লিংক গুলি: 

বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন। 

Previous articleWBSSC Librarian Syllabus PDF Download 2021 || WBSSC লাইব্রেরিয়ান সিলেবাস ডাউনলোড
Next articleSSC GD Constable Recruitment 2021 || ২৫ হাজার শুন্যপদে জিডি কনস্টেবল নিয়োগ: শারীরিক মাপ, বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here