রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে একটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে দার্জিলিং সদর সাব ডিভিশনাল অফিস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে আশা কর্মী নিয়োগ করা হবে।
আবেদনকারীদের অবশ্যই দার্জিলিং সদর সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 34/BPC-ASHA/2024/SDO
নোটিশ প্রকাশের তারিখ- 10.01.2024
যে পদে নিয়োগ হবে
ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, আশা / Block Programme Coordinator, ASHA
শূন্যপদ
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের Social Science/ Sociology/ Social Anthropology/ Social Work (MSW)/Business Administration (MBA)/Economics/Rural Development/Mass Communication এ মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে।
অথবা, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন সহ কোনো হেলথ প্রোজেক্টে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। MS Office এবং Internet সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
মাসিক 15,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
শিক্ষগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা (50 নম্বর) এবং ইন্টারভিউ (25 নম্বর) এর উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 4 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে।
সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি হাতে করে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Office of the Sub-Divisional Officer, Sadar Darjeeling
আবেদনের সময়সীমা
30/01/2024 তারিখের বিকেল 5 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
প্রয়োজনীয় নথি
1. রঙিন পাসপোর্ট সাইজের ছবি
2. মার্কশিট
3. বয়সের প্রমাণ
4. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
5. কাস্ট সার্টিফিকেট
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 বয়লার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 লিখিত পরীক্ষা ছাড়াই পৌরসভায় চাকরি, ১৬ হাজার ৫০০ টাকা মাসিক বেতন
👉 ভারতীয় এয়ারপোর্টে বিভিন্ন পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ
👉 ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি, ২৭ হাজার টাকা মাসিক বেতন
👉 বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরে নিয়োগ! মোট শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন