ভারতীয় এয়ারপোর্টে বিভিন্ন পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখানে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর এবং সিকিমের বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশ- 01/2023/APPRENTICE/GRADUATE/DIPLOMA/ITI/ER

যে পদে নিয়োগ হবে

1. গ্র্যাজুয়েট ট্রেনি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ- এখানে মোট 30 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Aeronautical, Automobile, Architecture, Civil, Computer Science, Data Analysis, Electrical, Electronics, IT, Mechanical নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 26 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতন- এই পদের জন্য প্রার্থীকে মাসিক 15,000 টাকা করে দেওয়া হবে।

2. ডিপ্লোমা ট্রেনি

শূন্যপদ- এখানে মোট 45 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Aeronautics, Automobile, Architecture, Civil,
Computer Science, Data , Analysis, Electrical, Electronics, IT, Mechanical, Mathematics/Statistics এ ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 26 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতন- এই পদের জন্য প্রার্থীকে মাসিক 12,000 টাকা করে দেওয়া হবে।

3. ITI ট্রেড

শূন্যপদ- এখানে মোট 55 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Computer Operator , Programming Assistant,
Electrical, Mechanic, Electronics, Steno এ ITI সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 26 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতন- এই পদের জন্য প্রার্থীকে মাসিক 9,000 টাকা করে দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.aai.aero ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন চলবে 31/01/2024 তারিখ পর্যন্ত।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি, ২৭ হাজার টাকা মাসিক বেতন

👉 বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরে নিয়োগ! মোট শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ১১০০ শূন্যপদে ইলেকট্রনিক্স কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি, ২২ হাজার ৫৮০ টাকা মাসিক বেতন

👉 টেলিকম দপ্তরে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, ২৯ জানুয়ারি অবধি আবেদন চলবে

👉 ‘যোগ্যশ্রী প্রকল্প’ চালু করলেন মুখ্যমন্ত্রী, জানুন এই নতুন প্রকল্প সম্পর্কে বিস্তারিত

Leave a Comment