টেলিকম দপ্তরে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, ২৯ জানুয়ারি অবধি আবেদন চলবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে প্রার্থীদের। প্রার্থী বাছাই করা হবে ডেপুটেশনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ ন- 1-13/2023- Admn. & Pers.

নোটিশ প্রকাশের তারিখ- 21/12/2023

যে পদে নিয়োগ করা হবে

অ্যাসিস্ট্যান্ট / Assistant

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের পে লেভেল 2 হিসেবে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 56 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

এখানে প্রার্থীকে পে লেভেল 6 অনুসারে, মাসিক 35400-112400 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে ডেপুটেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

নিয়োগ স্থান

TELECOM REGULATORY AUTHORITY OF INDIA এর ব্যাঙ্গালোর অফিসে নিয়োগ করা হবে প্রার্থীদের।

নিয়োগের সময়সীমা

31/03/2025 তারিখ পর্যন্ত, এই পদে নিয়োগ করা কর্মীরা থাকবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য https://vacancies, trai.gov.in গিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবশেষে জমা করে দিতে হবে।
এই পূরণ করা ফর্মটির প্রিন্ট আউট নিয়ে সেটি জমা দিতে হবে নীচের ঠিকানাতে।

আবেদন পাঠাবার ঠিকানা

Senior Research (A&P), Telecom Regulatory Authority of India, Mahanagar Door Sa Bhawan, J. L. Nehru Marg (Old Minto Road), Next to Zakir Hussain College,
New Delhi-110002

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 29/01/2024 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ

👉 অয়েল ইন্ডিয়াতে সিনিয়র অফিসার পদে নিয়োগ, ২৯ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে

👉 রাজ্যের পৌরসভা অফিসে HHW পদে চাকরি, শিক্ষগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 জাতীয় প্রতিষ্ঠানে গ্রুপ-বি এবং সি পদে নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্যে ৯৮৪ শূন্যপদে ফেসিলিটি ম্যানেজার ও ওয়ার্ডেন পদে পরীক্ষার আপডেট

Leave a Comment