অয়েল ইন্ডিয়াতে সিনিয়র অফিসার পদে নিয়োগ, ২৯ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অয়েল ইন্ডিয়া লিমিটেডে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ, মহিলা সকলেই আবেদন যোগ্য। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- HRAQ/REC-EX-B/2024-02

নোটিশ প্রকাশের তারিখ- 05/01/2024

যে পদে নিয়োগ করা হবে

এখানে যেসব পদ রয়েছে, সেগুলি হল:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1. Superintending Medical Officer (Orthopedics, Radiology)

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

2. Superintending Engineer (Environment)

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

3. Senior Officer (Chemical)

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

4. Senior Officer (Electrical)

শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।

5. Senior Officer (Fire & Safety)

শূন্যপদ- এখানে 11 টি শূন্যপদ রয়েছে।

6. Senior Accounts Officer / Senior Internal Auditor

শূন্যপদ- এখানে 11 টি শূন্যপদ রয়েছে।

7. Senior Officer (Mechanical)

শূন্যপদ- এখানে 41 টি শূন্যপদ রয়েছে।

8. Senior Officer (Information Technology)

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

9. Senior Officer (Electronics & Communication)

শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।

10. Senior Officer (Petroleum)

শূন্যপদ- এখানে 5 টি শূন্যপদ রয়েছে।

11. Senior Geologist

শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

12. Senior Officer (HR)

শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

13. Senior Officer (HSE)

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

14. Confidential Secretary

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

এখানে মোট 14 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। এর মধ্যে 40 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

পদ অনুসারে 50000 থেকে 2,20,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য www.oil-india.com ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবশেষে ফর্মটি জমা করে দিতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা করতে হবে।

আবেদন মূল্য

কেবলমাত্র জেনারেল এবং ওবিসি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ 500 টাকা জমা দিতে হবে

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 29/01/2024 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 জাতীয় প্রতিষ্ঠানে গ্রুপ-বি এবং সি পদে নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্যে ৯৮৪ শূন্যপদে ফেসিলিটি ম্যানেজার ও ওয়ার্ডেন পদে পরীক্ষার আপডেট

👉 তথ্য প্রযুক্তি এক্সিকিউটিভ পদে চাকরি, ৩০ হাজার টাকা মাসিক বেতন

👉 কল্যাণী AIIMS এ চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ, ১৯ হাজার ৯০০ টাকা মাসিক বেতন

Leave a Comment