ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে আবেদনকারীদের। জানুন বিস্তারিত।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
লোয়ার ডিভিশন ক্লার্ক / Lower Division Clerk
শূন্যপদ
এখানে মোট 13 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা
এখানে সর্বোচ্চ 28 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।
বেতন
লেভেল 2 অনুসারে মাসিক 19900 থেকে 63200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার বেসড পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে এখানে। General Intelligence, English Language, Quantitative Aptitude, General Awareness বিষয় থাকবে পরীক্ষাতে।
লিখিত পরীক্ষার সিলেবাস বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.icssr.org. ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
জেনারেল, OBC, EWS পুরুষ প্রার্থীদের 500 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
5 ফেব্রুয়ারি, 2024 এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি! মোট শূন্যপদ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 ৩০১৫ শূন্যপদে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 RPF এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ, 31 জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন
👉 ৪২১ শূন্যপদে অয়েল ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 সাপোর্ট স্টাফ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, ১৮ জানুয়ারি অবধি আবেদন চলবে