অয়েল ইন্ডিয়া লিমিটেডে অনেকগুলি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এখানে এক বছর মেয়াদী ট্রেনিং দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ, মহিলা সকলেই আবেদন যোগ্য। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- HRAQ/REC-WP-B/2023-81
নোটিশ প্রকাশের তারিখ- 30/12/2023
যে পদে নিয়োগ করা হবে
এখানে যেসব পদ রয়েছে, সেগুলি হল:
1. গ্রেড III
শূন্যপদ- এখানে 396 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি করা থাকলে এখানে আবেদন করা যাবে।
বেতন- 26,000 থেকে 90,000 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।
2. গ্রেড V
শূন্যপদ- এখানে 25 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশের সাথে কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।
বেতন- 32,000 থেকে 1,27,000 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা
30 বছর বয়সী সকল ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য www.oil-india.com ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবশেষে ফর্মটি জমা করে দিতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা করতে হবে।
আবেদন মূল্য
কেবলমাত্র জেনারেল এবং ওবিসি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 30/01/2024 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ইন্টেলিজেন্স ব্যুরোতে গ্রুপ-সি চাকরি, ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে
👉 অবশেষে ফুড SI পরীক্ষার তারিখ প্রকাশিত হলো, কবে কবে পরীক্ষা দেখুন
👉 অগ্নিবীর বায়ু পদে নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ
👉 টেটের OMR শীট বিক্রি হচ্ছে কেজি দরে? যা জানাল CBI
👉 জানুয়ারির এই তারিখে হবে না ফুড SI পরীক্ষা