স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ Intelligence Bureau (ইন্টেলিজেন্স ব্যুরো) বা সংক্ষেপে IB তে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ,মহিলা সকলেই এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ সম্পর্কে আরও বিশদভাবে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
ACIO-II/Tech
শূন্যপদ
এখানে মোট 226 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য, প্রার্থীদের Electronics বা Electronics & Tele-communication বা Electronics & Communication বা Electrical & Electronics বা Information Technology বা Computer Science বা Computer Engineering বা Computer Science & Engineering এ B. Tech পাশ করে থাকতে হবে এবং 2021, 2022, 2023 সালে GATE পরীক্ষার কাট অফ ক্লিয়ার করে থাকতে হবে।
বয়সসীমা
এখানে 18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন যোগ্য। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন
এখানে , প্রার্থীদের 7th CPC এর পে লেভেল 7 দ্বারা 44,900 থেকে 1,42,400 টাকা অবধি বেতন দেওয়া হবে। প্রার্থীরা মাসিক 85,000 টাকার কাছাকাছি বেতন বাবদ পাবেন।
নিয়োগ পদ্ধতি
GATE পরীক্ষায় প্রাপ্ত rank এর ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। সাথে নেওয়া হবে ইন্টারভিউ।
নিয়োগ স্থান
দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য mha.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। Women/ SC /ST /PwD দের কোনো টাকা দিতে হবে না।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: 23.12.2023
- আবেদন শেষ: 16.01.2024
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 টেটের OMR শীট বিক্রি হচ্ছে কেজি দরে? যা জানাল CBI
👉 জানুয়ারির এই তারিখে হবে না ফুড SI পরীক্ষা
👉 রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, ১৫ হাজার টাকা মাসিক বেতন
👉 রাজ্যে ২৩ টি জেলায় ১০০০ শূন্যপদে নতুন কর্মী নিয়োগের আপডেট
👉 স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ