স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের রথীন্দ্রনাথ কৃষি বিজ্ঞান কেন্দ্রে একাধিক পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। আবেদন জানাতে হবে অফলাইনে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- RKVK/1/2023

যে পদে নিয়োগ করা হবে

1. সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট / Subject matter specialist (Home Science, Horticulture, Fisheries)

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে প্রার্থীদের।

2. অ্যাসিস্ট্যান্ট / Assistant

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কম্পিউটার দক্ষতা থাকার সাথে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে প্রার্থীদের।

3. স্টেনোগ্রাফার / Stenographer

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- স্টেনোগ্রাফি দক্ষতা থাকার সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

4. প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট / Program Assistant

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- হর্টিকালচার নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

5. স্কিলড সাপোর্ট স্টাফ / Skilled Support Staff

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। তারপর সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য।

আবেদন পাঠাবার ঠিকানা

Principal, Palli Siksha Bhavana, Visva-Bharati, P.O. Sriniketan, Dist: Birbhum, Pin-731236 (W.B)

আবেদন মূল্য

এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন আবেদন মূল্য রয়েছে। প্রয়োজন অনুসারে প্রার্থীরা আবেদন মূল্য দিন।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন করার শেষ তারিখ 21/01/2024 তারিখে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 সেকশন অফিসার পদে নিয়োগ, ১২ জানুয়ারি অবধি আবেদন চলবে

👉 অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগ, ২৭ হাজার টাকা মাসিক বেতন

👉 গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ৪৮৪ শূন্যপদে সেন্ট্রাল ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 রাজ্যে পৌরসভায় বিভিন্ন পদে চাকরি! নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Leave a Comment