ইন্ডিয়ান এয়ার ফোর্স অর্থাৎ ভারতীয় বায়ু সেনাবাহিনীতে অগ্নিবীর বায়ু পদে পুরুষ ও মহিলা নিয়োগ হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেশের সমস্ত অবিবাহিত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। চার বছরের মেয়াদে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
অগ্নিবীর বায়ু / Agniveerayu
শূন্যপদ
এখানে মোট শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নি।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নীচের যোগ্যতা থাকতে হবে –
(1) অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে।
(2) নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
অথবা, তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
এছাড়াও উচ্চতা, বুকের ছাতি, ওজন ইত্যাদি আরও কিছু প্যারামিটার পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা করে পূরণ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য কেবলমাত্র 18 থেকে 21 বছরের প্রার্থীরা আবেদন যোগ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 17 January 2024 থেকে 02 July 2007 এর মধ্যে।
বেতন
এখানে মোট চার বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। বছর অনুয়ায়ী বেতনের পরিমাণ আলাদা হবে। প্রথম বছরে 30,000, দ্বিতীয় বছরে 33,000, তৃতীয় বছরে 36,500 এবং চতুর্থ বছরে 40,000 টাকা বেতন বাবদ প্রার্থীদের দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে দুটি লিখিত পরীক্ষা এবং তারপরে মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। টেস্টের সিলেবাস জানার যাবে https://agnipathvayu.cdac.in. এই ওয়েবসাইট থেকে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে
https://agnipathvayu.cdac.in. ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন মূল্য বাবদ 550 টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন করার শেষ দিন 06 FEBRUARY 2024 তারিখ।
পরীক্ষার তারিখ
17 MARCH 2024 এবং তার পরে পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে যাবতীয় তথ্য অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 টেটের OMR শীট বিক্রি হচ্ছে কেজি দরে? যা জানাল CBI
👉 জানুয়ারির এই তারিখে হবে না ফুড SI পরীক্ষা
👉 রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, ১৫ হাজার টাকা মাসিক বেতন
👉 রাজ্যে ২৩ টি জেলায় ১০০০ শূন্যপদে নতুন কর্মী নিয়োগের আপডেট
👉 স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ