TET Notification 2020: 16500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2.0

22 ডিসেম্বর, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে রাজ্যে প্রাইমারী শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল নোটিশ জারি করা হবে। সেইমতো আজ 23 ডিসেম্বর বুধবার পশ্চিমবঙ্গ প্রাইমারী এডুকেশন বোর্ডের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে।

মোট 16500 শুন্যপদে শিক্ষক নিয়োগ করা হলেও এক্ষেত্রে সকলে আবেদন করতে পারবে না। কারা আবেদনের যোগ্য, কত টাকা বেতন, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। সমস্ত বিষয় জেনে নিন।

গুরুত্বপূর্ণ তারিখঃ  

আবেদন শুরু-  23 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে।

আবেদন শেষ-  17 জানুয়ারি 2021 পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের মাধ্যমঃ   অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 

বয়স সীমাঃ   01.01.2020 অনুযায়ী আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে। তবে SC, ST এবং ওবিসি শ্রেণির ব্যাক্তিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন।  

বেতনঃ   28,900 টাকা।

 

ঠিক কারা আবেদন করতে পারবেঃ   যে সমস্ত ব্যাক্তিরা 2014 সালের টেট পরীক্ষায় পাশ করেছে, কেবলমাত্র তারাই আবেদনের যোগ্য।

আবেদন ফিঃ   আবেদন ফি বাবদ 200 টাকা পেমেন্ট করতে হবে। তবে  SC, ST, PH  শ্রেনির ব্যাক্তিদের আবেদন ফি লাগবে 50 টাকা।

ইন্টারভিউ এর তারিখঃ   10.01.2021 থেকে 17.01.2021

মোট শূন্যপদঃ   16,500 টি।

নীচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিষয়টি আরো ভালো করে বুঝে নিন।

 

বিঃদ্রঃ   2017 সালে টেট পরীক্ষার জন্য রাজ্যের প্রায় 2.5 লক্ষ চাকরি প্রার্থী ফর্ম ফিল আপ করেছিলেন। তাদের পরীক্ষা আজও হইনি। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী ঐ দিন জানিয়েছেন যে আগ আগামী 31 জানুয়ারি 2021 তারিখে তাদের পরীক্ষা নেওয়া হবে। তাই খুব শীঘ্র ঐ পরীক্ষা সংক্রান্ত নোটিশও জারি করা হবে।

……………………………………………………………………………………

চাকরি ও কাজের খবর সবার আগে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান।

……………………………………………………………………………………

অফিসিয়াল নোটিশ- 

আবেদন করার অফিসিয়াল ওয়েব সাইট- ক্লিক করুন    

……………………………………………………………………………………

kajkarmo.com এমন একটি ওয়েব সাইট যেখানে আমরা প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করি তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই প্রতিদিন নতুন নতুন চাকরি ও কাজের খবর পেতে আমাদের http://kajkarmo.com/ এ চোখ রাখুন।