WB Police Recruitment 2020: শূন্যপদ 10,370 টি।

আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তাই 2021 সালের নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যে অতিরিক্ত এবং প্রয়োজনীয় পুলিশ নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। 

আজ 22 ডিসেম্বর মঙ্গলবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তার মধ্যে অন্যতম হল রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত আলোচনা।

উক্ত বৈঠকে আলোচনা চলাকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী জানিয়েছেন যে, রাজ্যে নতুন করে 10,370 টি শূন্যপদে পুলিশ কর্মী নিয়োগ করা হবে। জানা গেছে যে এর মধ্যে 9,288 টি শূন্যপদে পুলিশ কনস্টেবল এবং 1082 টি শূন্যপদে পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ  মাধ্যমিক পাশ করলেই এই পোষ্টের আবেদন করা যায়।

বেতনঃ   পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল এর বেতন দেওয়া হয় 5400-25,200 টাকা।

 

রাজ্যে পুলিশ নিয়োগের কথা প্রাথমিকভাবে ঘোষনা করা হয়েছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে- কবে থেকে আবেদন করা যাবে, কবে পরীক্ষা নেওয়া হবে ইত্যাদি বিষয় গুলি জানা যাবে।

অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলেই সর্বপ্রথমে আমরা আপনাদের জানিয়ে দেব।

………………………………………………………………………………………..

তাই, চাকরি ও কাজের খবর সবার আগে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান।

………………………………………………………………………………………..

kajkarmo.com এমন একটি ওয়েব সাইট যেখানে আমরা প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করি তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই প্রতিদিন নতুন নতুন চাকরি ও কাজের খবর পেতে আমাদের http://kajkarmo.com/ এ চোখ রাখুন। 

Previous articleWBCS 2021 Official Notice PDF, Exam Date, Eligibility Etc.
Next articleTET Notification 2020: 16500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2.0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here