পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসে প্রার্থী নির্বাচন করার জন্য পাবলিক সার্ভিস কমিশন প্রতি বছর WBCS পরীক্ষার আয়োজন করে থাকে। সেই মতো 2021 সালেও পশ্চিমবঙ্গে WBCS পরীক্ষার জন্য WBCS 2021 official Notice PDF প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষার জন্য বয়স সীমা কি লাগে, Eligibility, Exam Date সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন শুরু- 24 ডিসেম্বর 2020 থেকে আবেদন শুরু হয়েছে।
আবেদন শেষ- 15 জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
অনলাইনের আবেদন ফি জমার শেষ তারিখ- 15 জানুয়ারি 2021
অফলাইনে আবেদন ফি জমার শেষ তারিখ- 16 জানুয়ারি 2021
প্রিলিমিনারি Exam Date- 2021 সালের মার্চ অথবা এপ্রিল মাসে কোলকাতা সহ রাজ্যের মোট 26 টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফিঃ 210 টাকা। তবে ST, SC এবং PWD শ্রেনির ব্যাক্তিদের কোনো আবেদন ফি লাগবে না। >আবেদন করার সময় অনেকের একই সমস্যা দেখা দিচ্ছে, সেটি হল পেমেন্ট করার পর টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে কিন্তু অনলাইন পেমেন্ট বা আবেদন প্রক্রিয়া সম্পুর্ণ হচ্ছে না। সেক্ষেত্রে আপনারও যদি একই সমস্যা হয় তাহলে কি করবেন?
যদি আপনারও এই একই সমস্যা হয়। তাহলে আপনাকে বারবার পেমেন্ট করার প্রয়োজন নেই কেননা, টাকা কেটে নেওয়ার 48 ঘন্টার মধ্যে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং আপনি আপনার আবেদন ফর্ম ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারবেন। আর যদি আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে টাকা ব্যাঙ্কে রিফান্ড দিয়ে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন এর ডিগ্রি থাকতে হবে। তার সঙ্গে আবেদনকারীকে বাংলায় কথা বলা এবং পড়তে পারার দক্ষতা থাকতে হবে (তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বাংলা পড়তে পারা বা লিখতে পারা আবশ্যিক নয়)
প্রিলিমিনারি পরীক্ষার সেন্টারঃ পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় পরীক্ষা নেওয়া হবে সেগুলি হল- 1.কোলকাতা, 2.বারুইপুর, 3.ডায়মন্ড হারবার, 4.ব্যারাকপুর, 5.বারাসাত, 6.হাওড়া, 7.চিনসুরা, 8.বর্ধমান, 9.দূর্গাপুর, 10.মেদিনীপুর, 11.তমলুক, 12.বাঁকুড়া, 13.পুরুলিয়া, 14.ঝাড়গ্রাম, 15.সুরি, 16.কৃষ্ণনগর, 17.বহরমপুর, 18.মালদা, 19.বালুরঘাট, 20.রায়গঞ্জ, 21.জলপাইগুড়ি, 22.আলিপুরদুয়ার, 23.কোচবিহার, 24.শিলিগুড়ি, 25.কালিম্পং, 26.দার্জিলিং।
শুন্যপদঃ ঠিক কয়টি শূন্যপদ রয়েছে তা নোটিশে জানানো হয়নি। পরীক্ষা পদ্ধতি সম্পন্ন হয়ে গেলে পরে কমিশনের পক্ষ থেকে জানানো হবে-এমনটাই অফিসিয়াল নোটিশে উল্লেখ করা রয়েছে।
আবেদনকারীর বয়স সীমাঃ
GROUP – A এবং GROUP – C পোষ্টের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 21-36 বছরের মধ্যে হতে হবে।
GROUP – B পোষ্টের জন্য আবেদনকারীর বয়স 20-36 বছরের মধ্যে হতে হবে।
GROUP – D পোষ্টের জন্য আবেদনকারীর বয়স 21-39 বছরের মধ্যে হতে হবে।
গ্রূপ অনুযায়ী বিভিন্ন পোষ্ট এবং সেগুলির বেতন সংক্রান্ত তথ্য নীচে উল্লেখ করা হলঃ
……………………………………………………………………………………….
চাকরি ও কাজের খবর সবার আগে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান।
……………………………………………………………………………………….
GROUP – A (পোষ্ট, পে লেভেল এবং বেতন)
(i) West Bengal Civil Service (Executive): PAY LEVEL :16 (56,100 – 1,44,300 টাকা)
(ii) Assistant Commissioner of Revenue in the integrated West Bengal Revenue Service : PAY LEVEL : 16 (56,100 – 1,44,300 )
(iii) West Bengal Co-operative Service: PAY LEVEL : 16 (56,100 – 1,44,300 টাকা )
(iv) West Bengal Labour Service : PAY LEVEL : 16 (56,100 – 1,44,300 টাকা )
(v) West Bengal Food and Supplies Service : PAY LEVEL : 16 (56,100 – 1,44,300 টাকা )
(vi) West Bengal Employment Service [Except the post of Employment Officer (Technical)] : PAY LEVEL : 16 (56,100 – 1,44,300 টাকা)
GROUP – B
West Bengal Police Service : PAY LEVEL : 16 (56,100 – 1,44,300 টাকা)
GROUP – C
(i) Superintendent, District Correctional Home / Deputy Superintendent, Central Correctional Home : PAY LEVEL : 15 (42,600 – 1,09,800 টাকা )
(ii) Joint Block Development Officer : PAY LEVEL : 14 (39,900 – 1,02,800 টাকা )
(iii) Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices : PAY LEVEL : 14 (39,900 – 1,02,800 টাকা )
(iv) West Bengal Junior Social Welfare Service: PAY LEVEL : 14 (39,900 – 1,02,800 টাকা )
(v) West Bengal Subordinate Land Revenue Service, Grade-I : PAY LEVEL : 14 (39,900 – 1,02,800 টাকা )
(vi) Assistant Commercial Tax Officer : PAY LEVEL : 14 (39,900 – 1,02,800 টাকা)
vii) Joint Registrar (West Bengal State Consumer Disputes Redressal Commission under the Consumer Affairs Department, Government of West Bengal) : PAY LEVEL : 14 (39,900 – 1,02,800 টাকা )
(viii) Assistant Canal Revenue Officer (Irrigation) : PAY LEVEL : 12 (35,800 – 92,100 টাকা)
(ix) Chief Controller of Correctional Services: PAY LEVEL : 12 (35,800 – 92,100 টাকা)
GROUP – D
(i) Inspector of Co-operative Societies : PAY LEVEL : 10 (32,100 – 82,900 টাকা )
(ii) Panchayat Development Officer under the Panchayat and Rural Development Department : PAY LEVEL : 10 (32,100 – 82,900 টাকা)
(iii) Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department : PAY LEVEL : 10 (32,100 – 82,900 টাকা)
……………………………………………………………………………………….
WBCS 2021 official Notice PDF
আবেদন করার অফিসিয়াল লিংক
……………………………………………………………………………………….
kajkarmo.com এমন একটি ওয়েব সাইট যেখানে আমরা প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করি তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই প্রতিদিন নতুন নতুন চাকরি ও কাজের খবর পেতে আমাদের http://kajkarmo.com/ এ চোখ রাখুন।