১০,২৫৫ শূন্যপদে WBP-তে নতুন কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশেই চাকরি | WBP Constable Recruitment Notice 2024

10,255 vacancies WBP constables Recruitment 2024
WhatsApp Group Join Now

দিন কয়েক আগেই, কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়াও শুরু হল। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে পুলিশ বোর্ড।

রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট অপশনে গেলেই দেখা যাচ্ছে সেই নোটিশ। এখানে মিলিয়ে শূন্যপদের সংখ্যা রয়েছে 10,255 টি। 

নিয়োগের বিস্তারিত তথ্য

মোট শূন্যপদ

এখানে মোট 10,255 টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে পুরুষ কনস্টেবলদের মোট পদের সংখ্যা 7228 ও মহিলা কনস্টেবলদের জন্য মোট পদের সংখ্যা 3027 টি।

যোগ্যতা

আবেদন করার জন্য সকল প্রার্থী দের বাংলা লিখতে,পড়তে ও বলতে জানতে হবে। যদিও কালিম্পং ও দার্জিলিং জেলার হিল সাব ডিভিশনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তাদের জন্য 1961 সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট প্রযোজ্য হবে।

পাশাপাশি, রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ কোনও স্কুল থেকে মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও মাধ্যমিক সমতুল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

পুরুষদের জন্য উচ্চতা চাওয়া হয়েছে 167 cm এবং মহিলাদের জন্য 160 cm উচ্চতা হলেই আবেদন করা যাবে।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য বয়স অন্তত 18 বছর হতে হবে। 2024 সালের 1 জানুয়ারির হিসাবে 30 বছরের বেশি বয়স এমন কেউ আবেদন করতে পারবেন না। বয়সের উর্দ্ধসীমার ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। সেই ছাড় শ্রেণি অর্থাৎ ক্যাটেগরি অনুযায়ী দেওয়া হবে।

এছাড়াও,
1) তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। একই সুযোগ পাবেন কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলান্টিয়াররা। তাঁরা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

2) 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী অর্থাৎ, ওবিসি-এ এবং ওবিসি-বি সহ তৃতীয় লিঙ্গের প্রার্থীরা।

3) এক্স-সার্ভিসম্যান: যত বছর কাজ করেছেন, তত বছর সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ বয়স 40 হতে হবে।

WhatsApp Group Join Now

আবেদন পদ্ধতি

আবেদন করার জন্য,

1) প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

2) সেখানে হোম6পেজে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল রেজিস্ট্রেশন লিঙ্ক 2024 এর উপর ক্লিক করতে হবে।

3) এর পর প্রার্থীদের নিজের প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

4) এর পরের ধাপে, আবেদনের ফর্ম ফিলাপ করতে হবে।

5) সাথে বিভিন্ন দরকারি নথিপত্র আপলোড করতে হবে।

6) আবেদন শেষ হলে, প্রার্থীদের নির্দিষ্ট ফি পেমেন্ট করলেই আবেদন সম্পূর্ণ হবে।

আবেদন শেষ হলে ভবিষ্যত ব্যবহারের জন্য ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

আবেদন মূল্য

আবেদনকারীদের 170 টাকা দিতে হবে। তবে, পশ্চিমবঙ্গের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থী হলে দিতে হবে 20 টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: 7 মার্চ, 2024

আবেদন শেষ: 5 এপ্রিল, 224

আগামী 1 এপ্রিল থেকে আগামী 7 এপ্রিল পর্যন্ত অনলাইনে ‘এডিট উইন্ডো’ চালু থাকবে।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ফুড SI পরীক্ষা হবে ৬ দফায়! শূন্যপদ আছে ৪৮০ টি, আবেদন পড়েছে কত জানেন কি?

👉 এবার একটি পরীক্ষাতেই পুলিশ কনস্টেবল নিয়োগ, চাকরিপ্রার্থীদের জন্য সুবিধা

👉 উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ! মাসিক বেতন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ২০৪৯ শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ