Steel Authority of India Limited (SAIL) এ ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটিতে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিভিন্ন স্টিল প্ল্যান্টে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 01/2024
নোটিশ প্রকাশের তারিখ- 22/02/2024
যে পদে নিয়োগ করা হবে
অপারেশন কাম টেকনিশিয়ান ট্রেইনি / Operation cum Technician Trainee
শূন্যপদ
এখানে 314 টি শূন্যপদ রয়েছে। রয়েছে বিভিন্ন ট্রেড, যেমন – Metallurgy, Electrical, Mechanical, Instrumentation, Trainee, Chemical, Ceramic, Electronics, Computer/IT, Draughtsman
যোগ্যতা
মাধ্যমিক পাশের সাথে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা
সর্বোচ্চ 28 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম
প্রার্থীদের বার্ষিক 10.4 লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে SAIL এর ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য।
আবেদন মূল্য
General, EWS and OBC- 500 টাকা
SC/ST/PwBD- 200 টাকা
আবেদনের সময়সীমা
এখানে, আবেদন শুরু হবে 26/02/2024 তারিখে
আবেদন শেষ হচ্ছে 18/03/2024 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ১০,২৫৫ শূন্যপদে WBP-তে নতুন কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশেই চাকরি
👉 ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ
👉 ভারত ইলেকট্রনিক্স সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি, ৩০ হাজার টাকা মাসিক বেতন
👉 দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
👉 ফুড SI পরীক্ষা হবে ৬ দফায়! শূন্যপদ আছে ৪৮০ টি, আবেদন পড়েছে কত জানেন কি?