ফুড SI পরীক্ষা হবে ৬ দফায়! শূন্যপদ আছে ৪৮০ টি, আবেদন পড়েছে কত জানেন কি?

Food SI test will be in 6 stages! There are 480 vacancies, do you know how many applications have been received?
WhatsApp Group Join Now

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফে আয়োজিত হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা। শূন্যপদ রয়েছে মাত্র 480 টি। এদিকে আবেদন জমা করেছেন প্রায় সাড়ে তেরো লক্ষ পরীক্ষার্থী। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য পিএসসি আগামী 16 এবং 17 মার্চ, এই দুই দিনে মোট 6 দফায় পরীক্ষার আয়োজন করেছে।

পিএসসির ইতিহাসে একাধিক দিনে এবং একাধিক দফাতে পরীক্ষা নেওয়ার উদ্যোগ এই প্রথম। এর আগে যে কোনো পরীক্ষাই একদিনে, একটি দফাতে, নেওয়া হত। তবে, ফুড এস আই পরীক্ষাতে আবেদনকারীর সংখ্যা সাড়ে তেরো লাখ হওয়ার কারণে, এক প্রকার বাধ্য হয়েই দুই দিনে মোট 6 দফায় পরীক্ষা নেওয়া হবে।

পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 16 এবং 17 মার্চ, 2024 অর্থাৎ, আগামী শনিবার এবং রবিবার। দুই দিনেই পরীক্ষা হবে প্রতিদিন তিনটি সেশনে, যেমন-

i) প্রথম সেশন সকাল 9 টা 30 মিনিট থেকে সকাল 11 টা পর্যন্ত।

ii) দ্বিতীয় সেশন দুপুর 12 টা 30 মিনিট থেকে দুপুর 2 টা পর্যন্ত।

iii) তৃতীয় সেশনে পরীক্ষা হবে বিকেল 3 টা 30 মিনিট থেকে বিকেল 5 টা পর্যন্ত।

এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। পুরো পরীক্ষাটাতেই MCQ প্রশ্ন থাকছে। এক একটি সঠিক উত্তরের জন্য পরীক্ষার্থীরা 1 নম্বর করে পাবেন। পাশাপাশি, থাকছে নেগেটিভ মার্কিংও। এখানে, এক একটি ভুল উত্তর করার জন্য পরীক্ষার্থীদের থেকে 1/3 নম্বর করে কেটে নেওয়া হবে। 100 নম্বরের এই লিখিত পরীক্ষার সময়সীমা থাকবে 90 মিনিট

পরীক্ষাতে General Studies থেকে 50 নম্বর এবং Arithmetic থেকে 50 নম্বরের প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। সেখানে থাকবে 20 নম্বর। এই দুই ধাপের শেষে মোট 120 তে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে ফাইনাল মেরিট লিস্ট। সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করে শুরু হবে নিয়োগ।

পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীরা ডাউনলোড করে নিতে পারবেন কমিশনের ওয়েবসাইট থেকে। অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়েছে, গতকাল অর্থাৎ 2 মার্চ থেকে।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ! মাসিক বেতন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ২০৪৯ শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ

WhatsApp Group Join Now

👉 SC, ST, OBC দপ্তরে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরি! মাসিক বেতন ১২ হাজার টাকা

👉 রাজ্যের কোর্টে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 সয়েল টেস্টিং অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি! শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Previous articleএবার একটি পরীক্ষাতেই পুলিশ কনস্টেবল নিয়োগ, চাকরিপ্রার্থীদের জন্য সুবিধা
Next articleডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here