SC, ST, OBC দপ্তরে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরি! মাসিক বেতন ১২ হাজার টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আলিপুরদুয়ার জেলার বিভিন্ন সাব ডিভিশনে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার (SC/ST/OBC) দপ্তরে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানকার নিয়োগটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 1421 58 / PO-DWO/BCWA

নোটিশ প্রকাশের তারিখ- 29/02/2024

যে পদে নিয়োগ করা হবে

অ্যাডিশনাল ইন্সপেক্টর / Additional Inspector

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ

এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের, অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর, এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক হয়ে থাকতে হবে।

বয়সসীমা

আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স 64 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

প্রতি মাসে 12,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

নিয়োগ স্থান

এই জেলার যে কোনো ব্লক অথবা মিউনিসিপ্যালিটিতে কর্মীকে নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানের পদটির জন্য অফলাইনে আবেদন করতে হবে।এই প্রতিবেদনের নীচে থাকা লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 2 নং পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।

এরপর ইচ্ছুক প্রার্থীদের 2 নং পাতার আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে নীচের ঠিকানায় চলে যেতে হবে ইন্টারভিউয়ের দিন।

ইন্টারভিউয়ের দিন এবং সময়

07.03.2024 তারিখের, সকাল 11.00 টার সময় প্রার্থীদের রিপোর্ট করতে হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা

Office chamber of Additional District Magistrate (Dev.), Alipurduar at Room No-608, Dooarskanya , 6th Floor, Integrated Administrative Building, Po- Alipurduar Court, Dist- Alipurduar

প্রয়োজনীয় নথি

1. বাসিন্দা প্রমাণ

2. ভোটার আইডি

3. শিক্ষাগত যোগ্যতা

4. অভিজ্ঞতার সার্টিফিকেট


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের কোর্টে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 সয়েল টেস্টিং অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি! শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 পঞ্চায়েতে ৬৬৫২ শূন্যপদে দ্রুত নিয়োগ! কোন জেলায় কত শূন্যপদ? দেখুন পরিসংখ্যান

👉 ৩৭৩৪ শূন্যপদে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ, ২২ হাজার ৭০০ টাকা মাসিক বেতন

👉 ভারতীয় স্টিল অথরিটিতে নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

Leave a Comment