৩৭৩৪ শূন্যপদে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ, ২২ হাজার ৭০০ টাকা মাসিক বেতন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সদ্য প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশে কনস্টেবল এবং মহিলা কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন শুরু হবে 1 মার্চ থেকে।

নূন্যতম মাধ্যমিক যোগ্যতাতেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

কনস্টেবল এবং মহিলা কনস্টেবল / Constable & Female Constable

শূন্যপদ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে মোট 3734 টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে পুরুষদের মধ্যে 3464 টি এবং মহিলাদের জন্য 270 টি পদ রয়েছে।

যোগ্যতা

আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সাথে পুরুষ প্রার্থীদের নূন্যতম উচ্চতা হতে হবে 167 cms এবং মহিলাদের নূন্যতম উচ্চতা হতে হবে 160 cms। যদিও ST এবং আরও কিছু প্রার্থীদের জন্য উচ্চতার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এছাড়াও শারীরিক ভাবে সক্ষম হতে হবে। জানতে হবে বাংলা অথবা নেপালি ভাষাও।

বয়সসীমা

18 থেকে 27 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম

নির্বাচিত প্রার্থীদের 22,700/ – 58,500/ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

প্রিলিমিনারি পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, ফাইনাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের (15 নম্বর) মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://prb.wb.gov.in অথবা https://wbpolice.gov.in অথবা http://wbcorrectionalservices.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। পাসপোর্ট ছবি এবং সাক্ষর সঠিক ভাবে আপলোড করার পরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

সমস্ত প্রার্থীদের 193 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। কেবল SC, ST, প্রার্থীদের 43 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু : 01.03.2024 (00:01 hrs.)

আবেদন শেষ : 29.03.2024 (23:59 hrs.)


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে ভূমি সংস্কার দপ্তরে ক্লার্কের চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ৭২১৬ শূন্যপদে রাজ্যের পঞ্চায়েতে নিয়োগ! মার্চ মাসেই বিজ্ঞপ্তি?

👉 অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা

👉 ৩০০০ শূন্যপদে সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস নিয়োগ! শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 WBPSC গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলার আপডেট

Leave a Comment