ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হল, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর। এখানে দুই ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক আবেদন করতে হবে অফলাইনে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
1. অফিস অ্যাসিস্ট্যান্ট / Office Assistant
শূন্যপদ- এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। সাথে টাইপিং স্পিড থাকতে হবে।
বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন- মাসিক 36,425 টাকা বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।
2. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট A (সিভিল) / Technical Assistant A (Civil)
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে সিভিল নিয়ে।
বয়সসীমা- এই পদের সর্বোচ্চ 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন- মাসিক 51,515 টাকা বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এখানে ফর্মের সাথে 6 নং পাতাতে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট করে , তা ভরতি করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে।
এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে আবেদন মূল্য।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
National Council of Science Museums, 33 Block-GN, Sector-V, Bidhan Nagar, Kolkata-700 091
আবেদন মূল্য
GEN, EWS, OBC পুরুষ প্রার্থীদের 885 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।
আবেদনের সময়সীমা
11/03/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 WBPSC গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলার আপডেট
👉 2014 TET Pass: দশ বছর পর ইন্টারভিউ, এই ৪ জন টেট পাশ প্রার্থীকে ডাকতে বলল হাইকোর্ট
👉 রাজ্যে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার্স পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
👉 ৫১১৮ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, ৮ মার্চ অবধি আবেদন চলবে