রাজ্যের হাওড়া জেলার ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে তিনটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এখানে।
কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। যোগ্য এবং ইচ্ছুক আবেদন করতে হবে অফলাইনে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
ক্লার্ক / Clerk
মোট শূন্যপদ
এখানে মোট 3 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই L and LR দফতরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে।
বয়সসীমা
60 থেকে সর্ব্বোচ 64 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম
এই পদের জন্য প্রার্থীদের মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
মোট এক বছরের চুক্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন প্রক্রিয়া
এখানে আবেদন করতে হবে অফলাইনে। এখানে ফর্মের সাথে 3 নং পাতাতে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট করে , তা ভরতি করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
District Land and Land Reforms Officer, হাওড়া অফিসের গ্রাউন্ড ফ্লোরে থাকা ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা করে আসতে হবে। অথবা এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
04/03/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
ইন্টারভিউয়ের তারিখ
05/03/2024 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউয়ের স্থান
Office Chamber of Addi. District Magistrate, Nityadhan Mukherjee Road, Howrah – 711101
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 WBPSC গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলার আপডেট
👉 2014 TET Pass: দশ বছর পর ইন্টারভিউ, এই ৪ জন টেট পাশ প্রার্থীকে ডাকতে বলল হাইকোর্ট
👉 রাজ্যে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার্স পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
👉 ৫১১৮ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, ৮ মার্চ অবধি আবেদন চলবে