টাটা গ্রুপ তার 5 বছরের চাকরির কৌশল নির্ধারণ করেছে। এর আওতায় টাটা গ্রুপ উৎপাদন খাতে প্রায় ৫ লাখ কর্মসংস্থান তৈরি করবে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন যে দেশের উৎপাদন খাত 7.4 শতাংশ গতিতে বৃদ্ধি পাচ্ছে।
এতে প্রায় 14 লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এরপরই টাটা গ্রুপ সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক যান, ব্যাটারি এবং সংশ্লিষ্ট শিল্পে প্রায় 5 লাখ চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উন্নত ভারতের স্বপ্ন পূরণে ম্যানুফ্যাকচারিং সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা
সম্প্রতি ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট আয়োজিত একটি অনুষ্ঠানে বলেছেন যে আমরা ভারতকে একটি উন্নত দেশ হিসাবে দেখার স্বপ্ন দেখছি। এটি বাস্তবায়নে ম্যানুফ্যাকচারিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।
এই সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি না করে আমরা উন্নত ভারতের লক্ষ্য অর্জন করতে পারব না। প্রতি মাসে প্রায় 10 লক্ষ লোক ভারতের কর্মশক্তির অংশ হয়ে ওঠে। তাই দেশের ভবিষ্যৎ গড়তে আরও বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
টাটা গ্রুপের সেমিকন্ডাক্টরে বড় বিনিয়োগ
ইভি-ব্যাটারি তৈরিতেও চাকরি পাওয়া যাবে বলে জানান তিনি। এ সংক্রান্ত অন্যান্য খাতেও আমরা বিনিয়োগ বাড়াব। আমাদের লক্ষ্য আগামী 5 বছরে 5 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। টাটা গ্রুপ আসামে একটি বড় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করেছে। এর বাইরে আমরা ইভি এবং ব্যাটারি তৈরিতেও কাজ করছি। বর্তমানে আগামী 5 বছরের পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। আমরা তার বিস্তারিত পরে বলব। যাইহোক, আমরা আরও বেশি সংখ্যক কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দিচ্ছি।
চন্দ্রশেখরন বলেছিলেন যে আমাদের 10 কোটি চাকরি তৈরি করতে হবে
এন চন্দ্রশেখরন বলেছিলেন যে আমাদের 10 কোটি চাকরি তৈরি করতে হবে। আমরা যদি 5 লাখ প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি করি, তাহলে তাদের সহায়তায় বহুগুণ বেশি পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।
ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অর্গানাইজেশন (এনএসও) এর রিপোর্ট অনুযায়ী, 2022 অর্থবছরে উৎপাদন খাতে 11 লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল, যা 2023 সালের আর্থিক বছরে 14 লাখে উন্নীত হয়েছে। আর উৎপাদন ক্ষেত্রে সেরা পারফরম্যান্সকারী রাজ্য হল মহারাষ্ট্র। এর পর আসে গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তরপ্রদেশ।