৬০৬ শূন্যপদে ইউনিয়ন ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি, ২৩ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে

606 Vacancies Union Bank Recruitment Notification 2024
WhatsApp Group Join Now

দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্কে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। এই প্রসঙ্গে ব্যাঙ্কের তরফে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে, দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রচুর পরিমাণ শূন্যপদ রয়েছে এখানে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

1. Chief Manager-IT (Solutions Architect)

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

2. Chief Manager-IT (Quality Assurance Lead)

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

3. Chief Manager-IT (IT Service Management Expert)

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

4. Chief Manager-IT (Agile Methodologies Specialist)

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

5. Senior Manager-IT (Application Developer)

শূন্যপদ- এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

6. Senior Manager-IT (Reporting & ETL Specialist, Monitoring and Logging)

WhatsApp Group Join Now

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

7. Senior Manager-IT (DevSecOps Engineer)

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

8. Senior Manager (Risk)

শূন্যপদ- এখানে মোট 20 টি শূন্যপদ রয়েছে।

9. Senior Manager (Chartered Accountant)

শূন্যপদ- এখানে মোট 14 টি শূন্যপদ রয়েছে।

10. Manager-IT (Front-End/ Mobile App Developer)

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

11. Manager-IT (API Platform Engineer/Integration Specialist)

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

12. Manager (Risk)

শূন্যপদ- এখানে মোট 27 টি শূন্যপদ রয়েছে।

13. Manager (Credit)

শূন্যপদ- এখানে মোট 371 টি শূন্যপদ রয়েছে।

14. Manager (Law)

শূন্যপদ- এখানে মোট 25 টি শূন্যপদ রয়েছে।

15. Manager (Integrated Treasury Officer)

শূন্যপদ- এখানে মোট 5 টি শূন্যপদ রয়েছে।

16. Manager (Technical Officer)

শূন্যপদ- এখানে মোট 19 টি শূন্যপদ রয়েছে।

17. Assistant Manager (Electrical Engineer)

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

18. Assistant Manager (Civil Engineer)

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

19 . Assistant Manager (Architect)

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

20. Assistant Manager (Technical Officer)

শূন্যপদ- এখানে মোট 30 টি শূন্যপদ রয়েছে।

21. Assistant Manager (Forex)

শূন্যপদ- এখানে মোট 35 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে বিভিন্ন ধরনের 21 টি পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

নিয়োগ পদ্ধতি

এখানে 200 নম্বরের একটি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.unionbankofindia.co.in. ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

General/EWS/OBC প্রার্থীদের 850 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।

SC/ST দের 175 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন করার শেষ দিন 23/02/2024 তারিখ।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 DM অফিসে কেস ওয়ার্কার পদে নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা

👉 SBI ব্যাঙ্কে অ্যাসিস্টেন্ট ম্যানেজার সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 ৫০০ শূন্যপদে IDBI ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে

👉 রাজ্যে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশের বেতন বাড়লো

👉 BDO অফিসে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ, মাসিক বেতন ১১ হাজার টাকা

Previous articleকেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়তে চলেছে, কতটা বাড়বে জানুন
Next articleউচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের গ্রাম পঞ্চায়েতে চাকরি, মাসিক বেতন ১৬ হাজার টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here