GNM এবং ANM কোর্সে ভর্তিঃ
রাজ্যে GNM এবং ANM কোর্সে ভর্তির যে নিয়ম ছিল তার আমূল পরিবর্তন হয়েছে। 2021 সালের শিক্ষাবর্ষ থেকে ছেলে-মেয়েরা GNM এবং ANM কোর্সে ভর্তি হতে চাইলে তাদের প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আপনাদের জানিয়ে রাখি এর আগে শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ঐ দুই কোর্সে ভর্তি করানো হত।
GNM এবং ANM দুটি কোর্স করা থাকলে নিজের রাজ্যে এবং অন্যান্য রাজ্যে সহজেই নার্সিং এর চাকরির বিশেষ সুবিধা পাওয়া যায়। 2021 সালের শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে মোট 6597 টি সিট অথবা শুন্যপদে এই দুই কোর্সে ভর্তি করানো হবে।
GNM এর সমূর্ণ নামঃ GNM এর সম্পূর্ণ নাম হচ্ছে- General Nursing Midwifery.
ANM এর সমূর্ণ নামঃ Auxiliary Nurse Midwife- হল ANM এর সমূর্ণ নাম। এই দুটিই নার্সিং কোর্স।
গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ
আবেদন শুরুঃ 31 মার্চ 2021 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে।
আবেদন শেষঃ 27 এপ্রিল 2021 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের ভুল সংশোধনঃ 28.04.2021 থেকে 30.04.2021 তারিখ পর্যন্ত আবেদনপত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তা সংশোধন করা যাবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোডঃ 16.08.2021 থেকে 22.08.2021 তারিখ এর মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে।
পরীক্ষাঃ 22.08.2021 তারিখ রবিবার 11.00 থেকে 12.30 পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের মাধ্যমেঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
কোর্সের নামঃ GNM এবং ANM এই দুই কোর্সে ভর্তি করানো হবে।
আবেদন ফিঃ
OBC, S, ST এবং অনাথ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 200 টাকা। বাকী সকলদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 300 টাকা। নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির সাহায্যে অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবে।
বয়সসীমাঃ
আবেদনকারীর বয়স কমপক্ষে 17 বছর হতে হবে। বয়সের হিসেব করতে হবে 31.12.2021 তারিখ অনুযায়ী।
মোট আসন সংখ্যাঃ 6597 টি।
আবেদন পদ্ধতিঃ
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। আবেদন করার সময় আবেদনকারীকে নিজের নাম, পিতার নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য খুব সাবধানে পূরন করতে হবে। কেননা এগূলো পরে ঠিক করা যাবে না।
- GNM এবং ANM কোর্সে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তির লিংক নীচে দেওয়া হল। আপনারা সেগুলি নিজের মোবাইলে ডাউনলোড করে নিয়ে আরো ভালো করে জেনে নিতে পারবেন। পরীক্ষার সিলেবাস, প্রতিষ্ঠান অনুযায়ী শুন্যপদ ইত্যাদি বিষয়গুলি তাতে দেওয়া আছে।
- চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here
গুরুত্বপূর্ণ লিংক গুলিঃ
kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য গুলি অফিসিয়াল নোটিশের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে।