৯৯৯৫ শূন্যপদে IBPS এ অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ, ২৭ জুন অবধি আবেদন চলবে

9995 Vacancies IBPS Office Assistant including Various Posts Recruitment 2024
WhatsApp Group Join Now

IBPS অর্থাৎ ব্যাংকিং পার্সোনাল সেকশনের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য ৯৯৯৫ টি শূন্যপদে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল (I,II,III) পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

IBPS এর ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল (I,II,III)  কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, মাসিক বেতন কত, কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করতে হবে এই সম্পর্কে নিম্নে প্রতিবেদনের আকারে উপস্থাপন করা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

IBPS এর ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল (I,II,III) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

IBPS এর ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৫৫৮৫ টি শূন্যপদ এবং অফিসার স্কেল (I,II,III) পদে মোট ৪৪১০ টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৯৯৯৫ টি।

আরো আপডেট: পশ্চিমবঙ্গের প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে গোয়ায় চাকরি, নিজের পায়ে দাড়ালো ৩৭ জন

শিক্ষাগত যোগ্যতা

  • IBPS এর বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যেমন-
  • সরকারি দ্বারা স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে MBA, CA, ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে।
  • নিচে দেওয়া নোটিশে ক্লিক করে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভালো করে দেখে নিন।

বয়সসীমা

  • IBPS এর বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • ST/SC প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

আরো আপডেট: হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ, মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

নিয়োগের পদ্ধতি

IBPS এর এর বিভিন্ন পদের ক্ষেত্রে যোগ্য প্রার্থীদেরকে প্রিলিমিনারি পরীক্ষা, মেন্স পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • IBPS এর বিভিন্ন পদের জন্য চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • https://ibpsonline.ibps.in/rrbxiiimay24/ এই লিংকে ক্লিক করে নিজের সমস্ত তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ফর্ম ফিলাপ করার পর তার আবেদন মূল্য অনলাইন এর মাধ্যমে দিতে হবে সর্বশেষে সাবমিট করে ফরম প্রিন্ট আউট করে রাখতে হবে।

আবেদন মূল্য

WhatsApp Group Join Now

IBPS এর বিভিন্ন পদের ক্ষেত্রে SC/ST/PWBD দের কোনো ১৭৫ টাকা ও OBC/UR জন্য ৮৫০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

আরো আপডেট: গ্রাম পঞ্চায়েত সহায়ক নিয়োগ ২০২৪! পরীক্ষার সিলেবাস, শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত জানুন

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরুর তারিখ: 07/06/2024

আবেদনের শেষ তারিখ: 27/06/2024

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Previous articleপশ্চিমবঙ্গের প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে গোয়ায় চাকরি, নিজের পায়ে দাড়ালো ৩৭ জন
Next articleNEET Scam 2024: নিট পরীক্ষায় বড়সড় স্ক্যাম, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও কালি লাগলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here