KMC তে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

KMC New recruitment notification 2024
WhatsApp Group Join Now

যারা মিউনিসিপাল কর্পোরেশনে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য খুবই খুশির খবর। KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে চাকরি প্রার্থীদের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের ২৩ টি জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

KMC তে মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে মোট শূন্যপদ কত, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সম্পর্কে নিচে প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

KMC তে মেডিকেল অফিসার পদের নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

KMC তে মেডিকেল অফিসার পদের জন্য মোট শূন্যপদ 67 টি রয়েছে।

আরো আপডেট: ৯৯৯৫ শূন্যপদে IBPS এ অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ, ২৭ জুন অবধি আবেদন চলবে

শিক্ষাগত যোগ্যতা

KMC তে মেডিকেল অফিসার পদের জন্য সরকারি স্বীকৃত বোর্ড অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাশ করা সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী  ৬৭ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

মেডিকেল অফিসার পদের জন্য মাসিক বেতন ২৪,০০০ টাকা। 

আরো আপডেট: NEET Scam 2024: নিট পরীক্ষায় বড়সড় স্ক্যাম, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও কালি লাগলো

WhatsApp Group Join Now

নিয়োগের পদ্ধতি

মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • KMC তে মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • নিজের বায়োডাটা সহ বিভিন্ন ডকুমেন্টস নিয়ে নিচে দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের দিন উপস্থিত থাকতে হবে।

ইন্টারভিউইয়ের ঠিকানা

Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata – 700013

আবেদন মূল্য

KMC তে মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য লাগবে না।

আরো আপডেট: পশ্চিমবঙ্গের প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে গোয়ায় চাকরি, নিজের পায়ে দাড়ালো ৩৭ জন

ইন্টারভিউইয়ের তারিখ ও সময়

  • ইন্টারভিউইয়ের তারিখ: 14/06/2024 
  • ইন্টারভিউইয়ের সময়: 11:30 AM থেকে 12:30 PM 

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শুরুর তারিখ: 06/06/2024
  • আবেদনের শেষ তারিখ: 14/06/2024

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Previous articleCBI এর মাধ্যমে অ্যাপ্রেন্টিস নিয়োগ, মোট শূন্যপদ ৩০০০ টি
Next article২০২৩ প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here