উচ্চমাধ্যমিক পাশে স্থায়ী গ্রুপ-C পোষ্টে নিয়োগ- অনলাইনে আবেদন করতে হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় নতুন একটি চাকরির আপডেট। ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি’– তে বেশ কয়েকটি গ্রুপ-সি পোষ্টে কর্মী নিয়োগ করার জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকেও  চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে।    

কোন কোন পোষ্টে আবেদন করা যাবে, সেগুলির বেতন, বয়সসীমা এবং সম্পূর্ণ আবেদন পদ্ধতি আজ আপনারা জানতে পারবেন।

নোটিশ নম্বরঃ  03/2021

গুরুত্বপূর্ন তারিখ গুলিঃ

নোটিশ প্রকাশ- 09.07.2021

আবেদন শুরু- 09.07.2021 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে।

আবেদন শেষ- 08.08.2021 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

হার্ড কপি জমা- আবেদনপত্রের হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ 23.08.2021

যেসব পোষ্টে নিয়োগ হবেঃ

(1) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (Gen)

(2) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (F&A)

(3) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (S&P)

বেতনঃ 

পে লেভেল 2 অনুসারে প্রতি মাসে 19,900-63,200 টাকা বেতন দেওয়া হবে।  

বয়সসীমাঃ 

আবেদনকারীর বয়সের উর্ধসীমা 28 (আঠাশ) বছর হতে হবে। 08.08.2021 তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে। ST, SC এবং OBC শ্রেনির আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবে।   

শিক্ষাগত যোগ্যতা এবং শুন্যপদঃ

(1) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (Gen)

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

শুন্যপদ- 8 টি (UR-5, OBC-2, ST-1)

(2) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (F&A)

শিক্ষাগত যোগ্যতা- অ্যাকাউন্টেন্সি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

শুন্যপদ- 5 টি (UR-2, EWS-1, OBC-1, SC-1)

(3) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (S&P)

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

শুন্যপদ- 5 টি (UR-2, EWS-1, OBC-2)

আবেদন ফিঃ 100 টাকা 

আবেদন পদ্ধতিঃ   

www1.csiriict.in/jsa-2021  লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। তারপর ঐ আবেদনপত্রের হার্ড কপির সঙ্গে বেশ কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে 23.08.2021 তারিখের আগে একটি ঠিকানায় পাঠাতে হবে। 

হার্ড কপির সাথে যে সমস্ত ডকুমেন্ট লাগবেঃ
  • অনলাইনে আবেদন করার ফর্মের হার্ড কপি
  • আবেদন ফি জমার রসিদ
  • এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • জন্ম সার্টিফিকেট (সেলফ অ্যাটেস্টেড)
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (সেলফ অ্যাটেস্টেড)
হার্ড কপি পাঠানোর ঠিকানাঃ

Section Officer, Recruitment Section, CSIR- Indian Institute Of Chemical Technology, Uppal Road, Tarnaka, Hyderabad- 500007, Telengana.

নিয়োগ প্রক্রিয়াঃ

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়গ করা হবে। পরীক্ষার সিলেবাস অফিসিয়াল নোটিশের 7 নম্বর পেজে দেওয়া রয়েছে। নীচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংক গুলিঃ 

বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন। 

Leave a Comment