ফার্মেসিতে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে, বেকার হলেই আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AUROBINDO PHARMA Internship 2024: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী সংস্থা AUROBINDO PHARMA LTD (APL) ২০২৪ সালে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে। এখানে তারা M.Pharm গ্রাজুয়েটদের জন্য বিশেষ সুযোগ করে দিয়েছে।

বিশেষত যারা প্রোজেক্ট ম্যানেজমেন্ট, IPR (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস) এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স (RA) এই সমস্ত স্ট্রিমে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাঁদের জন্য এই ইন্টার্নশিপ ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। 

আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলি জানিয়ে দেব।

AUROBINDO PHARMA সম্পর্কে 

AUROBINDO PHARMA হল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বহুজাগাধিক ওষুধ উৎপাদনকারী সংস্থা। এই সংস্থাটি ২০১৮-১৯ অর্থবর্ষে ২.৮ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে। বিশ্বের ৩৪টি দেশে কার্যক্রম চালাচ্ছে এই সংস্থাটি’ এবং পণ্য রপ্তানি করছে ১৫৫ টির বেশি দেশে।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম জেনারেল ওষুধ কোম্পানি এবং ইউরোপের অনেক দেশের শীর্ষ দশে রয়েছে এই ওষুধ কোম্পানিটি। বছরে ৩৩ বিলিয়ন+ ডোজ উৎপাদন করে এবং তাদের ২৭ টি উৎপাদন কেন্দ্র ও ৫ টি গবেষণা কেন্দ্র রয়েছে। এই সংস্থার তরফ থেকে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।

ইন্টার্নশিপ সম্পর্কিত বিবরণ 

বিভাগ- এখানে IPR (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস) এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স (RA) বিভাগের প্রার্থীদেরকে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অভিজ্ঞতা- এখানে ফ্রেশার্সরা আবেদন করতে পারবে। কোনরকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। 

যোগ্যতা- এই ইন্টার্নশিপ ট্রেনিং নিতে হলে আগ্রহী চাকরিপ্রার্থীদের M.Pharm ডিগ্রী অর্জন করতে হবে।

ইন্টার্নশিপের সুবিধা 

এই ইন্টার্নশিপের মাধ্যমে প্রার্থীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবে। সেগুলি হল-

  • তারা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ পাবে,
  • অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে কাজ শিখে একটি শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক তৈরি করতে পারবে,
  • হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করা যাবে, যা তাদের ভবিষ্যতে ক্যারিয়ার সহায়ক হবে।

আরও আপডেটঃ জেলার BDO অফিসে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে

আবেদন প্রক্রিয়া 

আপনি যদি একজন M.Pharm গ্রাজুয়েট হয়ে থাকেন এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ক্যারিয়ার করার ইচ্ছা রাখেন তাহলে আপনি আপনার বায়ো ডাটা নিচে দেওয়া ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। এখানে আলাদাভাবে অনলাইন বা অফলাইনে আবেদন করা লাগবে না। 

আবেদনপত্র পাঠানোর ইমেইল- [email protected]

Leave a Comment