Cochin Shipyard Limited Recruitment 2024: কোচিং শিপইয়ার্ড লিমিটেডের (CSL) চুক্তিভিত্তিক ৭১ টি শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে স্ক্যাফোল্ডার এবং সেমি-স্কিলড রিগার পদে নিয়োগ হচ্ছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | কোচিং শিপইয়ার্ড লিমিটেড (CSL) |
পদের নাম | স্ক্যাফোল্ডার এবং সেমি-স্কিলড রিগার |
শূন্যপদ | ৭১ টি |
বেতন | ২৩,৪০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৯/১১/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | cochinshipyard.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম | শূন্যপদ |
স্ক্যাফোল্ডার | ২১ টি |
সেমি-স্কিলড রিগার | ৫০ টি |
শিক্ষাগত যোগ্যতা
স্ক্যাফোল্ডার- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং সাধারণ কাঠামো ও স্ক্যাফোল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সেমি-স্কিলড রিগার- এই পদে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে চতুর্থ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়া রিগিং কাজে তিন বছরের অভিজ্ঞতা এবং ভারী যন্ত্রাংশ রিগিং বা যন্ত্রপাতি স্থাপনে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
এই পদগুলিতে আবেদনের জন্য সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ৩০ বছর। তবে এই বয়স হিসাব করতে হবে ২৯ নভেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবে।
- OBC- ৩ বছরের ছাড়
- SC/ST- ৫ বছরের ছাড়
- Ex-Servicemen- ৪৫ বছর পর্যন্ত
বেতন কাঠামো
এখানে প্রথম বছর ২২,১০০/- টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। দ্বিতীয় বছরে ২২,৮০০/- টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তৃতীয় বছরের ২৩,৪০০/- টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়া অতিরিক্ত কাজের জন্য আলাদা ভাতা প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। প্র্যাকটিকাল এবং ফিজিক্যাল টেস্টর বিস্তারিত তথ্য সম্পর্কে নিচে আলোচনা করা হল।
আবেদন পদ্ধতি
এখানে আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য কোচিং শিপইয়ার্ড লিমিটেডের (CSL) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ব্যাক্তিগত তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ২০০/- টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে।
আরও আপডেটঃ AIIMS কল্যাণীতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৯,১০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ১৩ নভেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ২৯ নভেম্বর, ২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now