ইয়ং প্রফেশনাল পদে চাকরির বিজ্ঞপ্তি, টেলিকমিউনিকেশন দপ্তরে নিয়োগ

ভারতের DOT অর্থাৎ ‘ডিপার্ট্মেন্ট অফ টেলিকমিউনিকেশন’-এ ইয়ং প্রফেশনাল পদে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি ভারতব্যাপি জব ভ্যাকান্সি, যেকারনে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরাও আবেদন করতে পারবে। এই চাকরির বেতন খুব বেশি যেকারনে শিক্ষাগত যোগ্যতাও উচ্চমানের লাগবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করার আগে বিস্তারিত জেনে নিন।

DoT Young Professional Recruitment

Department of Telecommunication Young Professional Recruitment

পদের নামঃ  ইয়ং প্রফেশনাল (Young Professional) 

বেতনঃ  প্রতি মাসে ৬০ হাজার টাকা 

বয়সসীমাঃ ইয়ং প্রফেশনাল পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 32 বছরের কম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ  

  • Category A: Engineering (Electronics & Communications/ CS/ IT) with specialized knowledge in Cyber Security/ Artificial Intelligence/ Quantum Computing/ IoT- এর মধ্যে যেকোনো একটিতে পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। 
  • Category B: MBA/ CA/ ICWA/ CFA ডিগ্রি থাকতে হবে।
  • Category C: Law with domain knowledge in required areas- বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
  • Category D: Economics/ Statistics বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অথবা MBA করা থাকতে হবে।

শুন্যপদঃ  মোট শুন্যপদ 20 টি (Category A- 6, Category B- 5, Category C- 3, Category D-6)

চাকরির ধরনঃ  কন্ট্রাকচুয়াল (এক বছরের জন্য নিয়োগ করা হবে)

আবেদন প্রক্রিয়াঃ  আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে আবেদন করার লিংকে ক্লিক করে অনলাইনে একটি ফর্ম সাবমিট করে আবেদন করতে হবে। তারপর ঐ আবেদনপত্রের হার্ড কপিটি একটি ইমেলে পাঠিয়ে দিতে হবে। 

হার্ড কপি পাঠানোর ইমেলঃ  [email protected]

আবেদনের শেষ তারিখঃ  23 ফেব্রুয়ারি 2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-

Previous articleটাইম ম্যানেজমেন্ট করার ১০ টিপস || Time Management 10 Tips in Bengali
Next articleইন্টারভিউতে এই ১২ টি কাজ একদম করবেন না | Job Interview 12 Tips In Bengali

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here